eaibanglai
Homeএই বাংলায়পথকুকুরকে গুলি করে খুন, আটক ইস্পাতকর্মী

পথকুকুরকে গুলি করে খুন, আটক ইস্পাতকর্মী

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর ইস্পাতনগরীর বি-জোন এলাকার নিউটনের কুড়ি নম্বর স্ট্রিট-এর বাসিন্দা দিব্যেন্দু ভাওয়ালকে একটি পথ কুকুরকে গুলি করে হত্যা করার অপরাধে আটক করেছে দুর্গাপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গতকাল সন্ধ্যায় নিউটনের কুড়ি নম্বর স্ট্রিটের একটি পথকুকুর দিব্যেন্দু ভাওয়ালের বাড়ির সামনে ঘোরাঘুরি করছিল। হঠাতই বাড়ির ভেতর থেকে একটি এয়ার রাইফেল নিয়ে বেরিয়ে আসেন দুর্গাপুর ইস্পাত কারখানার ট্রাফিক ডিপার্টমেন্টের কর্মী দিব্যেন্দু ভাওয়াল। পথকুকুরটিকে তাক করে পরপর বেশ কয়েকটি গুলি চালান তিনি, বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ গুলি লাগার সাথে সাথে পথকুকুরটির চিৎকার শুনে তারা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন গুলির আঘাতে রক্তাক্ত পথকুকুরটি প্রায় মৃত অবস্থায়। তৎক্ষণাৎ পাড়ার লোকেরা খবর দেন দুর্গাপুর পুলিশকে। দুর্গাপুর থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনা স্থলে এসে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী দিব্যেন্দু ভাওয়ালকে তার ইয়ার রাইফেল সমেত আটক করে থানায় নিয়ে যান। পুলিশের উদ্যোগে মৃত পথকুকুরের দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

অন্যদিকে অভিযুক্ত দিব্যেন্দু ভাওয়াল জানিয়েছেন প্রায় প্রতিদিনই তার দু চাকা স্কুটি গাড়ির সিটটি ছিড়ে দিচ্ছিল কুকুরটি, ফলে এদিন তিনি রেগে গিয়ে হঠাতই গুলি করে বসেন কুকুরটিকে। তবে তিনি এও বলেন “তিনি কুকুরটিকে মেরে ফেলার উদ্দেশ্যে গুলি চালাননি শুধুমাত্র তাকে ভয় দেখানোর জন্যই গুলি চালিয়েছিলেন। দুর্ভাগ্যবশত গুলি তার দেহে লাগাই কুকুরটির মৃত্যুতে তিনি দুঃখিত।”

এদিকে তার পাড়ার বাসিন্দাদের অভিযোগ প্রায়দিনই দিব্যেন্দু ভাওয়াল তার ইয়ার গান থেকে পাখি ও পাড়ার পথকুকুরদের গুলি করার অভ্যেস করেন। স্থানীয় বাসিন্দাদের আরো অভিযোগ প্রায় প্রতিদিনই দিব্যেন্দু ভাওয়াল ওরফে দীপ তার ইয়ার গান নিয়ে গুলি চালানোর অনুশীলন করেন নিরীহ পশুপাখির উপরে। একপ্রকার নেশাগ্রস্ত তিনি ওই এয়ারগান নিয়ে।

এই ঘটনার পরই দুর্গাপুর শিল্পাঞ্চলের একাধিক পশুপ্রেমী সংগঠনের কর্মীরা সক্রিয় হয়ে পড়েন। দুর্গাপুরের বিশিষ্ট পশুপ্রেমী ও চিকিৎসক নীলাঞ্জন পোদ্দার জানান, “যে সকল মানুষেরা নিরীহ পশু পাখির ওপর অত্যাচার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। শুধুমাত্র গাড়ির সিট ছিঁড়ে দিয়েছে বলে একটি প্রাণকে গুলি করে হত্যা করার অধিকার তাকে কে দিয়েছে।” পশুপ্রেমী নীলাঞ্জন বাবু বলেন, “দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষ অনেক মানবিক তারা শুধু মানুষের দিকেই মানবিকতার হাত বাড়িয়ে দেননি, দিয়েছেন পশু পাখিদের প্রতিও। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এখনো দুর্গাপুর শিল্পাঞ্চলে এমন কিছু মানুষ আছেন যারা পশুপাখি ও পথকুকুরদের উপর অত্যাচার করে আনন্দিত হন। আমরা পশুপ্রেমীরা কঠোরভাবে তাদের উদ্দেশ্যে জানাচ্ছি ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে ওইসব ব্যক্তিদের।”

দুর্গাপুর শিল্পাঞ্চলে এই ধরনের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। শিল্পাঞ্চলের মানুষেরা এক সুরে আবেদন করেন পুলিশ প্রশাসনের কাছে যাতে দিব্যেন্দু ভাওয়াল ওরফে দীপকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার দৃষ্টান্ত স্থাপন করতে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments