শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া :- বাঁকুড়া জেলার ছাতনার ঝাঁটিপাহাড়ি বন্ধুমহল ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে তাদের এবারের পূজোর থিম জুরাসিক পার্ক। ছোট থেকে বড় সকল বয়সী মানুষেরই এই থিম নজর কাড়বে বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা।
পুজো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। চারিদিকে কাশফুলের শোভা। আর তারই মাঝে থিমের মাধ্যমে মন্ডপ সাজিয়ে তোলার কাজে ব্যস্ত পুজো উদ্যোক্তারা। ঠিক তেমনি ঝাঁটিপাহাড়ির বন্ধু মহল ক্লাবের পুজো উদ্যোক্তারা থিম সাজাচ্ছেন জুরাসিক পার্কের আদলে। পাশাপাশি ৫১ ফুট উচ্চতার মা দুর্গা ও ৫১ ফুটের আদি যোগীর মূর্তি বিশেষ আকর্ষণ এই পূজা মন্ডপের। উদ্যোক্তারা জানিয়েছেন চতুর্থী দিনে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে পূজা মন্ডপ। ৩০ লক্ষ টাকা বাজেটে এবারের জুরাসিক পার্কের এই অভিনব থিম ভাবনা ও আলোকসজ্জা পুরো বাঁকুড়া জেলাবাসীর নজর কাড়বে বলেই মনে করছেন ঝাঁটিপাহাড়ি বন্ধুমহল ক্লাবের পুজো উদ্যোক্তারা।





