eaibanglai
HomeLifestyleদুর্গাপুজোয় শুধু ব্রাহ্মণ পুরোহিত‌ই কেন থাকে?

দুর্গাপুজোয় শুধু ব্রাহ্মণ পুরোহিত‌ই কেন থাকে?

সঙ্গীতা চৌধুরীঃ- দুর্গাপুজোতে ব্রাহ্মণ পুরোহিতই কেন থাকে ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ কি দেবীর পুজো করতে পারেন না এমন প্রশ্ন মানুষের মনে প্রায়ই উঁকি ঝুঁকি দেয়। এ প্রসঙ্গে বলা যায় যে, দেবী দুর্গার পুজো শুধু ব্রাহ্মণ করেছেন এমনটা কিন্তু নয়, অতীতে ক্ষত্রিয়, বৈশ্যরাও এই পুজো করেছেন, তবে ব্রাহ্মণ পুরোহিত আমরা দুর্গা মন্ডপে বেশি দেখি, কারণ তারা পুজো করার পদ্ধতিটা ভালোমতো পূর্বপুরুষ দের থেকে রপ্ত করেছেন, অন্য কেউ যদি পুঁথি পাঠ করে শিখে এই পুজো করতে চান তিনি করতেই পারেন।

এই প্রসঙ্গে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলেছেন,“শ্রীশ্রীচণ্ডীতে দেখি ক্ষত্রিয় সুরথ ও বৈশ্য সমাধি পুজো করছেন মায়ের। আর অকাল বোধনের রাম তো ক্ষত্রিয় ছিলেন। শুধু ব্রাহ্মণই পুজো করছেন এমন তো নয়। তবে সাধারণত ব্রাহ্মণকেই আনা হয় পুরোহিত হিসেবে কারণ বাবার কাছে তিনি শিখেছেন কীভাবে পুজো করে। কথায় কথায় ব্রাহ্মণদের গালাগালি না করে নিজে যোগ্যতা অর্জন করা বেশি জরুরী। পুজো করার অধিকার চাই, আবার সংরক্ষণও চাই? অতোই যদি সাম্যবাদী আপনি তবে বিয়ের পর আপনার স্ত্রীকে পদবী পাল্টাতে হলো কেন? কেন তার স্বাধীনতা নেই? এখন সরকার কিন্তু নিয়ম করেছেন যে বিয়ের পর স্ত্রী ইচ্ছে করলে আগের পদবী রাখতে পারেন। তাদের এই অধিকার অফিস, ব্যাঙ্ক, জীবন বীমা, ভোটার পত্র ইত্যাদি ক্ষেত্রে গণ্য হবে। সন্তানেরও অধিকার থাকবে মা কি বাবার পদবী নেবার।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments