eaibanglai
Homeএই বাংলায়বরাকরের প্রাচীন মন্দির সংস্কারের উদ্যোগ

বরাকরের প্রাচীন মন্দির সংস্কারের উদ্যোগ

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– বরাকরের সিদ্ধেশ্বরী মন্দির অষ্টম শতাব্দির একটি প্রাচীন মন্দির। এছাড়াও এলাকায় রয়েছে একাদশ শতাব্দির সুপ্রাচীন দুটি মন্দির। সম্প্রতি এই প্রাচীন মন্দির সংস্কারের উদ্যোগ নিয়েছে আর্কিওলজিক্যাল অফ ইন্ডিয়া। বুধবার আর্কিয়লজিক‍্যাল অফ ইণ্ডিয়ার আধিকারিক রাজেন্দ্র প্রসাদ যাদব মন্দির পরিদর্শনে আসেন এবং মন্দির ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। তিনি এদিন সংবাদ মাধ‍্যমকে বলেন, সিদ্ধেশ্বর মন্দির ও এলাকার আরও দুটি সুপ্রাচীন মন্দির দীর্ঘদিনের সংস্কারের অভাবে জীর্ণ হয়ে পড়েছে। একই সাথে মন্দির সহ সংলগ্ন এলাকায় নিকাশির সুব‍্যবস্থা নেই। এর ফলে বর্ষায় জল ঢুকে মন্দির সংলগ্ন এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুপ্রাচীন মন্দিরগুলিকে পুনরুদ্ধারের জন‍্যে ও তার হৃত গৌরব ফিরিয়ে আনার প্রয়োজনে মন্দিরগুলির সংস্কারের প্রয়োজন রয়েছে। খুব শীঘ্রই মন্দির সংস্কারের কাজ শুরু হবে এবং আগামী মার্চের মধ‍্যে মন্দিরের ভিতরের কাজ সেরে ফেলা হবে। একইসাথে আগামীদিনে জেলাশাসক ও মেয়রের সাথে আলোচনার মাধ‍্যমে মন্দির সংলগ্ন এলাকার নিকাশি ব‍্যবস্থার সমস্যার সমাধান করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত প্রাচীন কালে বরাকর নদী তীরবর্তী অঞ্চলে এই মন্দির গড়ে উঠলেও এখন নদী অনেকটাই দূরে সরে গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments