নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– এলাকায় ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। তা বন্ধের দাবিতে শুক্রবার সকালে কাঁকসার দোমরায় পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। তীর ধনুক নিয়ে তাদের সঙ্গ দিল আদিবাসী সমাজের মানুষজন।
কাঁকসার দোমরা গ্রামের বাসিন্দাদের অভিযোগ গৌতম ভট্টাচার্য নামের স্থানীয় এক বাসিন্দা তথা স্থানীয় মিল মালিক বিভিন্ন কারখানা থেকে বিভিন্ন বস্তু এনে তার ধানের মিলে মজুদ করে রেখেছেন। আর তার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। যাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। এমনকি দুর্গন্ধের জেরে একাধিক শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি গ্রামবাসীদের। এদিন তারা হুঁশিয়ারি দেন যতক্ষণ না প্রশাসন এই বিষয়ে কড়া পদক্ষেপ নিয়ে দুর্গন্ধ বস্তু মজুদ করা বন্ধ না করছে ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী এবং আগামী ১ তারিখের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
অন্যিদেক এদিনের অবরোধের জেরে পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়কে বেশকিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশি হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়।