নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:- প্রায় দেড় কোটি টাকার রাহাজানিতে এবার গ্রেফতার হলো দুর্গাপুরের এক পুলিশ অফিসার। চাঞ্চল্যকর এই ঘটনায় ভীষণই অস্বস্তিতে পড়েছে আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেট। শুরু হয়েছে জায়গায় জায়গায় খানা তল্লাশি।
ঘটনা নিয়ে অস্বস্তি কাটতে, শুক্রবার বেলা বাড়ার সাথে সাথে আরো প্রশ্নের মুখে পড়ে পুলিশ। শুরু হয় জোরদার তদন্ত। তল্লাশি চলে এক সহকারী সাব ইন্সপেক্টর ও এক সাসপেন্ড থাকা পুলিশ কর্মীকে। এর আগে ডেকে পাঠিয়ে মূল অভিযুক্ত এক সহকারী সাব ইন্সপেক্টর অসীম চক্রবর্তীকে ইতিমধ্যেই হেফাজতে নেয় পুলিশ কমিশনারেট। ঘটনা প্রসঙ্গে দুর্গাপুরের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা শুধু বলেন, ‘একটি অভিযোগ পাওয়ার পর পুলিশ সর্বস্তরের তদন্ত এবং জোরদার তল্লাশী শুরু করেছে। একটু সময় লাগবে ঘৃন্য ঐ ঘটনার পুরো জাল গুটিয়ে আনতে।”
জানা গেছে, দিল্লির বাসিন্দা এক রেলওয়ে ঠিকাদারের এক মুন্সি সরকারি সংস্হার বরাতের প্রয়োজনে প্রায় দেড় কোটি টাকা নিয়ে জাতীয় সড়ক ধরে আসানসোল থেকে কলকাতা যাওয়ার সময় দুর্গাপুরের ডিভিসি মোড় এলাকায় লুঠেরাদের পাল্লায় পড়েন। পিস্তল দেখিয়ে গাড়ি থামিয়ে তারা পুরো টাকাটাই নিয়ে তারা ফেরার হয়ে যায়।
ঘটনার অভিযোগ জানাতে থানায় এলে, অভিযুক্ত ঐ পুলিস অফিসারকে চিহ্নিত করেন ঠিকাদারের ঐ মুন্সি।