নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শহরজুড়ে কেপমারি ও এলাকার মানুষকে বোকা বানিয়ে নকল মোবাইল বিক্রির অভিযোগে মধ্যপ্রদেশের চার যুবককে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের নাম অনিল চৌহান, অনিল সিং, মুকেশ চৌহান ও সন্দীপ চৌহান। এদের কাছ থেকে নগদ ৭০হাজার টাকা, ৮টি মোবাইল, কিছু গয়না ও ৪ টি মোটর সাইকেল উদ্ধার হয়েছে।
জানা গেছে বেশকিছু দিন ধরেই দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে কেপমারি ও প্রতারণার অভিযোগ উঠছিল। এবিষয়ে থানায় একাধিক অভিযোগ জমা পড়লে নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত। অবশেষে তদন্তে নেমে বেনাচিতি বাজার এলাকা থেকে মধ্যপ্রদেশের চার যুবককে গ্রেফতার করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে দুর্গাপুর স্টেশনের কাছে একটি লজে ভাড়া থাকত ওই চার যুবক। এরা বাইকে করে শহরের বিভিন্ন প্রন্তে ঘুরে বেরিয়ে মানুষকে প্রতারিত ও কেপমারি করত। পাশাপাশি নামি কোম্পানির নকল মোবাইল ফোন নকল চালান তৈরি করে বিক্রি করতো। প্রসঙ্গত জিনিস বিক্রির নামে এরা আসলে শহরের বিভিন্ন এলাকা রেইকি করতো করতো বলে জানতে পেরেছে পুলিশ।
ধৃত এই চার যুবক বড়সড় কোনও দুষ্কৃতী চক্রের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার ধৃত চারজনকে মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতদের হেফাজতে নিয়ে তদন্তে গতি আনতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ।