নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ মহালয়া। পিতৃপক্ষ শেষে শুরু হয়ে গেল দেবীপক্ষ। মাতৃ আরাধনায় মাতবে ভারতবাসী। এদিকে প্রায় দু’মাস ধরে প্রতিবাদ চললেও এখনো বিচার পাননি আর জি কাণ্ডের নির্যাতিতা। উৎসবের প্রাক্কালে দেবী পক্ষের প্রাক্কালে এক নারীর প্রতি ঘটে যাওয়া অন্যায়ের বিচার চেয়ে মহয়ালয়ার আগের রাতেও চলল রাতদখল, প্রতিবাদ। এদিন দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অর্জুন বাঁধের সামনে আর জি কর ঘটনার বিচার প্রতিবাদে সরব হন। মোমবাতি জ্বালিয়ে মা দুর্গাকে আগমন করে অভয়ার বিচার প্রার্থনা করেন। পাশাপাশি আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পিন্ডদানও করা হয় অর্জুন বাঁধ পুকুরে।
এদিনের প্রতিবাদে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। আর মহিলাদের সেই মিলিত কন্ঠ দ্রুত অভয়ার বিচারের দাবি জানায়। যতদিন না অভয়া বিচার পাবে ততদিন প্রতিবাদী কন্ঠস্বর জোর থেকে জোরালো হবে বলে হুঁশিয়ারি দেন এলাকার মহিলা তথা বাসিন্দারা। শেষে অভয়ার মৃত্যুর প্রতি শোক জ্ঞাপন করে নীরবতা পালনের মাধ্যমে সম্পন্ন হয় সাধারণ মানুষের এই প্রতিবাদ।