নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- শনিবার বৃষ্টিভেজা বেকেলে দুর্গাপুরের উইমেন্স কলেজের কাছে কলেজ সংলগ্ন রাস্তায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। একটি খাবার সরবরাহকারী সংস্থার ডেলিভারি বয়ের বাইকের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার জেরে অ্যাম্বুলেন্সটি রাস্তার উপর উল্টে যায়। তার নিচে চাপা পড়ে যায় বাইকটির একাংশ। দুর্ঘটনায় গুরুতর জখম হন বাইক আরোহী ও অ্যাম্বুল্যান্সের চালক ও রোগী।
দুর্ঘটনাটি ঘটার পর পরই ওই খাবার সরবরাহকারী সংস্থার অন্য এক ডেলিভারি বয় ওই রাস্তা দিয়ে খাবার সরবরাহ করতে যাওয়ার সময় বিষয়টি দেখে দ্রুত বাইক আরোহীকে উদ্ধার করে সিটিসেন্টারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। অন্যদিকে দুর্ঘটনার খবর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ ও অ্যাম্বুলেন্সের আহত চালক ও রোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জানা গেছে দুর্ঘটনায় আহত বাইক আরোহী নাম রানা সুর। বছর ছাব্বিশের রানা খুব সম্প্রতি ওই খাবার সরবরাহ সংস্থায় যোগ দিয়েছেন বলে জানান তাঁর সতীর্থরা। এদিন খাবার সরবরাহ করতে যাওয়ার পথেই তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
.