নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– এই বছর ১৩ বছরে পদার্পণ করল দুর্গাপুরের আমরাই ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দিরের দুর্গাপুজো। এই পুজোর অন্যতম আকর্ষন কুমারী পুজো। প্রতি বছর দুর্গাপুজোর নবমীতে কুমারীকে মা দুর্গা রূপে পুজো করা হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। মহানবমীর পুন্য তিথিতে মন্দির প্রাঙ্গনে কুমারী পুজোর আয়োজন করা হয়েছিল। এবারে পঞ্চ কুমারীকে মাতা হিসেব পুজো করা হয় রীতি মেনে। এই কুমারী পুজো দেখতে প্রতিবারের মতো এবারও ভিড় উপচে পড়েছিল ভক্ত ও দর্শনার্থীদের। কুমারীর পুজোর পাশাপাশি এবারের ইন্দ্রপ্রস্থ আদ্যা শক্তি মহাপীঠ মন্দিরের অন্যতম আকর্ষন ছিল মণ্ডপ সজ্জা। মা দুর্গার স্বপ্নাদেশে এবারের দুর্গাপুজোর মণ্ডপটি গড়ে তোলা হয়েছে কামাখ্যা মন্দিরের আদলে। এমনটাই জানান মন্দিরের প্রতিষ্ঠাতা অমৃতদাস মহারাজ। যা দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন শিল্পাঞ্চলের মানুষজন।
প্রসঙ্গত ৫১টি মহাপীঠের মধ্যে ৭টি মহাপীঠের মাটি নিয়ে এসে এই আদ্যাশক্তি মহাপীঠ মন্দির তৈরি হয় ২০১০ সালে। তার মধ্যে অন্যতম কামাখ্য শক্তিপীঠ।