সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুর আরাধনা ডান্স একাডেমীর মিলন উৎসবের শুভ সূচনা হলো শনিবার। দুই দিনব্যাপী এই মিলন উৎসব চলবে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক ডক্টর চিরন্তন চট্টোপাধ্যায় ও ডক্টর সুমিত বসু । এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিশিষ্ট কবি অনিরুদ্ধ রায়চৌধুরী, দুর্গাপুর কয়ারের কর্ণধার পরিমল দাস সহ শহরের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। আরাধনা ডান্স একাডেমীর কর্ণধার ডঃ অম্বিকা ভান্ডারী জানান দুই দিনব্যাপী এই মিলন উৎসবে প্রথম দিন শনিবার ৩১০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছেন, এবং দ্বিতীয় দিন ৩৩২ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করবেন। মূলত প্রথম দিন রবীন্দ্র নৃত্য পরিবেশন করেন সকল ছাত্র-ছাত্রীরা। এবং দ্বিতীয় দিন অন্যান্য নৃত্যশৈলী পরিবেশন করবেন ছাত্রছাত্রীরা বলে জানান তিনি। ডক্টর অম্বিকা ভান্ডারী জানান মিলন উৎসব করার উদ্দেশ্য বিভিন্ন সময়ে যে সকল ছাত্র-ছাত্রীরা আলাদা হয়ে যান জীবনের প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তারা যখন পুনরায় একই মঞ্চে মিলিত হয়, তাদের আনন্দের এই সীমা থাকে না। সে কথা মাথায় রেখে এই মিলন উৎসবের আয়োজন বলে জানান তিনি। এদিন সৃজনী প্রেক্ষাগৃহ মঞ্চ সুদৃশ্য ভাবে সাজানো হয়েছিল।