নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের আইনজীবীর সাথে আর্থিক প্রতারণা। হুগলি থেকে গ্রেফতার দুই। ধৃতরা হল বিমল কুমার সাউ ও প্রমোদ কুমার রাম। দুজনেই হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা। শনিবার দুজনকে ভদ্রেশ্বর থেকে গ্রেফতার করে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশ। রবিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
জানা গেছে দুর্গাপুর মহকুমা আদালতের এক মহিলা আইনজীবীকে প্রিন্টার মেশিন কিনে দেওয়ার নাম করে অনলাইন মারফত ৬০ হাজার টাকা নিয়েছিল ওই দুই যুবক। বেশ কিছুদিন পেরিয়ে যাওয়ার পরেও প্রিন্টার মেশিন না পেয়ে টাকা ফেরত চান ওই আইনজীবী। কিন্তু তারপরেও কোনো গুরুত্ব দেয়নি ওই দুই যুবক। অবশেষে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার পুলিশের দ্বারস্থ হন আইনজীবী। এরপরই তদন্তে নেমে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।
ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে টাকা উদ্ধারের চেষ্টা চালানোর পাশাপাশি এই ঘটনার সঙ্গে কোনো চক্র জড়িত রয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে নিউ টাউনশিপ থানার পুলিশ।





