নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– প্রতি বছর ১ মে আন্তর্জাতিক শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন করা হয়। সালটা ১৮৮৬, সেই সময় দিনে ১৫-১৬ ঘণ্টা কাজ করতে হতো এক একজন শ্রমিককে। যা নিয়ে শ্রমিকদের মধ্যে ধীরে ধীরে ক্ষোভ সৃষ্টি হতে থাকে । সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটে এক আন্দোলনে। দৈনিক ৮ ঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে জমায়েত করেছিলেন। সেই জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ শ্রমিকদের উপর গুলি চালাতে শুরু করে। ফলে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হন। সেদিনের নিহত শহিদদের আত্মত্যাগকে মনে রেখে এই দিনটি পালিত হয়। আমেরিকায় ১৮৮৬ সাল থেকে দিনটি পালিত হলেও আমাদের দেশে শ্রমিক দিবস বা মে দিবস পালিত হচ্ছে ১৯২৩ সাল থেকে।
এদিন দেশের বিভিন্ন শ্রমিক সংগঠেনর পাশাপাশি দুর্গাপুরের এএসপিতে অ্যালয় স্টীল ওয়ার্কার্স ইউনিয়ন ও এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়। সকাল ৮.১০ ঘটিকায় ইউনিয়ন অফিসে ফ্ল্যাগ হোস্টিং করেন পশ্চিম বর্ধমান জেলা আই এন টি ইউ সি সভাপতি সুভাষ সাহা। পরে এএসপি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের সামনে মঞ্চে বক্তব্য রাখেন জেলা সভাপতি সহ অ্যালয় স্টীল ওয়ার্কার্স ইউনিয়ন এর সাধারণ সম্পাদক প্রদীপ দত্ত এবং এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের সাধারণ সম্পাদক বিধান বাউরি । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের সমস্ত পদাধিকারী ও অন্যান্য নেতৃত্ব বৃন্দ সহ এ.এস.পি শতাধিক শ্রমিক সদস্যরা ।