eaibanglai
Homeএই বাংলায়তৃণমূলের সভায় বাজ পড়ে মৃত কর্মীর পরিবারকে সরকারি ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস

তৃণমূলের সভায় বাজ পড়ে মৃত কর্মীর পরিবারকে সরকারি ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস

সংবাদদাতা,বাঁকুড়াঃ– তৃণমূলের সভায় গিয়ে বজ্রপাতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের হাতে সরকারি ক্ষতিপূরন ও দলের তরফে আর্থিক সাহায্য় তুলে দিলেন মন্ত্রী। পাশাপাশি দিলেন মৃতের স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাস।

প্রসঙ্গত গতকাল বাঁকুড়ার ইন্দাস থানার আশিনপুর দীঘির মাঠে তৃণমূলের সভায় বাজ পড়ে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। আহত হন অন্তত ৫০ জন। ঘটনার খবর পেয়েই মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার বার্তা দেন দলের সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার দুপুরে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, প্রতিমন্ত্রী জ্যোতস্না মান্ডি ও তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য্য সহ তৃণমূল নেতৃত্ব ইন্দাস থানার বাথানিয়া গ্রামের মৃত শামেদ মল্লিকের বাড়িতে পৌঁছান। সেখানে গিয়ে মৃতের পরিবারের সাথে দেখা করে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন নেতা মন্ত্রীরা। পাশাপাশি রাজ্য সরকারের তরফে মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হয় আর্থিক ক্ষতিপূরন। দলীয় ভাবেও তুলে দেওয়ার হয় আর্থিক সাহায্য। নারী ও শিশু কল্যান মন্ত্রী শশী পাঁজা বলেন, মৃতের পরিবারের পাশে থাকবে দল। সব ধরনের সহযোগিতা করা হবে এবং মৃতের স্ত্রী কে আই সি ডি এস এর কাজেও নিয়োগ করা হবে। এদিন ওই গ্রামে আহত আর এক তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে দেখা করে পরিবারের পাশে থাকার বার্তা দেন মন্ত্রী। এরপর সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি থাকা আহত তৃণমূল কর্মীদের দেখতে বেরিয়ে যান তারা।

উল্লেখ্য, রবিবার বিকেলে বাঁকুড়ার ইন্দাস থানার আশিনপুর দীঘির মাঠে স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু সভা শুরুর আগেই ঘটে যায় বিপত্তি। শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই সভা সংলগ্ন একটি বট গাছের নিচে আশ্রয় নেন। দুর্ভাগ্যবশত ওই বট গাছেই বাজ পড়ে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গাছের নিচে আশ্রয় নেওয়া সকলে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় ইন্দায় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে শামেদ মল্লিক নামে এক তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পাশাপাশি প্রায় ৫০ জন আহতের মধ্যে ৯ জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments