নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ১৪ জুন ছিল বিশ্ব রক্তদাতা দিবস। রক্তদাতাদের অমূল্য অবদানের স্বীকৃতি এবং রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর বিশ্বজুড়ে উদযাপন করা হয় দিনটি। এদিকে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে শিল্পশহর দুর্গাপুরে সপ্তাহ ব্যাপী চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির। এই কর্মসূচির অর্ন্তগত রবিবার দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সহযোগিতায় ও ডিপিএল এর গ্যারেজ সঙ্গলগ্ন একটুকরো মিনি ভারত অঞ্চলের লেবারহাট ডায়মন্ড ষ্টার ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছিল একটি রক্তদান শিবিরের। ক্লাবের কার্যকরী সভাপতি সৌমেন দাস পতাকা উত্তোলনের মধ্য দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এদিনের শিবিরে ৩ জন মহিলা সহ মোট ৩০ জন রক্তদাতা রক্তদান করেন। বাঁকুড়ার বড়জোড়া এস এস হসপিটাল ব্লাড সেন্টার শিবির থেকে রক্ত সংগ্রহ করে। শিবির পরিচলনায় সাহায্য করেন দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সদস্যরা।
শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, বড়জোড়া এসএস হসপিটালের ডাক্তার মহুয়া ঘোষ, দুর্গাপুরের অন্যতম ক্রীড়া ব্যক্তিত্ব মুকুট কান্তি নাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস, সহ-সভাপতি ধনঞ্জয় মান, যুগ্ম সম্পাদক এস এস যাদব, মধুমিতা মান, সহ-সম্পাদক সজল চ্যাটার্জী, অফিস সম্পাদক জয়ন্ত দাস, কার্যকরী সদস্য তাপস মাজি ও কাউন্সিল সদস্য মিতা গাঙ্গুলি।
এদিন শিবিরে উপস্থিত সকল রক্তদাতা, অতিথি ও মেডিক্যাল টিমকে ধন্যবাদ জানান ডায়মন্ড ষ্টার ক্লাবের সম্পাদক প্রবীর রুইদাস। বিগত বছরগুলোর মতনই ক্লাব আরও বেশি করে সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে কাজ করে যাবে বলে অঙ্গীকা করেন ক্লাব কর্তৃপক্ষ। উল্লেখ্য ক্লাবের ৪৬ বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে এইবার পঞ্চম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এদিন উৎসবমুখর পরিবেশেপ মধ্যে দিয়ে সমগ্র অনুষ্ঠানটি সম্পন্ন হয়।