eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে 'সুরঙ্গম' আয়োজিত রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণ অনুষ্ঠান

দুর্গাপুরে ‘সুরঙ্গম’ আয়োজিত রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণ অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের সুপরিচিত সাংস্কৃতিক সংস্থা ‘সুরঙ্গম’ এর উদ্যোগে রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণ অনুষ্ঠান আয়োজিত হলো ১৭ জুন, ২০২৩ সন্ধ্যায় ইস্পাতনগরীর এস.সি.ডব্লিউ.সি. সভাগৃহে। ভাবগম্ভীর ও বিনম্র শ্রদ্ধামিশ্রিত পরিবেশে রবীন্দ্রনাথ,নজরুল ও সুকান্তের গান পরিবেশন করেন- প্রণব মুখোপাধ্যায়, ঋতুকণা ভৌমিক, সৌমী বন্দোপাধ্যায়, সোমা মৈত্র, মন্দিরা বন্দ্যোপাধ্যায়, মৌসুমী রক্ষিত, পার্থপ্রতিম গুপ্ত প্রমুখ আমন্ত্রিত শিল্পী এবং সংস্থার সদস্যবৃন্দ। আবৃত্তি পরিবেশনে অংশ নেন- স্বরবাক সংস্থার শিল্পীরা, বিপ্লব মুখোপাধ্যায়ের পরিচালনায়। এছাড়া ছিল শ্রুতিনাটক এবং কবিতা পাঠের আসর-ও। যন্ত্রসংগীত সহযোগিতায় মুন্সিয়ানার পরিচয় দেন- অরিজিৎ রায়, বোধিচিত্ত বন্দ্যোপাধ্যায় ও চন্ডীদাস রায়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা ও সম্পাদনায় ছিলেন- যথাক্রমে নন্দিনী বন্দ্যোপাধ্যায় ও সোমা মৈত্র। উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, বাচিকশিল্পী বিপ্লব মুখোপাধ্যায়, তপেশ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এঁরা তিন কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments