সংবাদদাতা, অন্ডাল:- মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনায় তোলপাড় গোটা দেশ। ওই ঘটনা গোটা দেশের মানুষের লজ্জায় মাথা নত করে দিয়েছে বলে দাবি করেছেন স্বয়ং প্রধান মন্ত্রী। একদিকে যখন মণিপুরের ওই ঘটনায় নিন্দার ঝড় বয়ে যাচ্ছে দেশ জুড়ে তখন দুর্গাপুর মহকুমার অন্ডাল ব্লকের দক্ষিণখন্ডের ডামরিবাঁধ এলাকায় ডাইনি সন্দেহে এক বৃদ্ধার উপর পাশবিক অত্যাচারের ঘটনা সামনে উঠে এসেছে। চলতি মাসের ৭ তারিখ ঘটনাটি ঘটেও গতকাল বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করেছে অন্ডাল থানার পুলিশ।
নির্যাতিতা মহিলার নাম সুখী কিস্কু, বয়স ৬০ বছর। অন্ডাল ব্লকের দক্ষিণখন্ড গ্রামের ডামরিবাঁধ এলাকার বাসিন্দা সুখী কিস্কু জানান গ্রামের কিছু লোক তাকে ডাইনি বলে সন্দেহ করতো । এরই মধ্যে চলতি মাসের ৭ তারিখ তারা লাউদোহা থানার ইচ্ছাপুর গ্রাম থেকে সরস্বতী বাউরী নামে এক ওঝাকে গ্রামে ডেকে আনে । ওই ওঝা পুজোপাঠ, তুকতাক করে সুখী কিস্কুকে ডাইনি বলে ঘোষণা করে । এরপরই ওই ওঝার উস্কানিতে গ্রামের ১০-১২ জন পুরুষ ও মহিলা সারারাত ধরে ওই বৃদ্ধার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালায় । বৃদ্ধার অভিযোগ তার মাথার চুল কেটে দেওয়া হয় এমনকি জোর করে তাকে মল-মূত্র খাওয়ানো হয় । পরদিন আতঙ্কে পরিবার নিয়ে এলাকা ছাড়েন বৃদ্ধা এবং পানাগড়ে তার বড় মেয়ের কাছে আশ্রয় নেন।
পরে অত্যাচারের খবর পেয়ে বৃদ্ধার পাশে দাঁড়ায় আদিবাসী সংগঠনের লোকজন । বৃহস্পতিবার অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করে আউসগ্রামের ভারত জাঠা মাঝি পারগানার আদিবাসী সংগঠন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। লিখিত অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণখন্ড ডামরি বাঁধ এলাকা থেকে গোবিন কিস্কু ও বুধন সোরেন নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে অন্ডাল থানার পুলিশ। পাশাপাশি দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইছাপুর পঞ্চায়েতের অন্তর্গত পাটসাওড়া গ্রাম থেকে অভিযুক্ত ওঝা সরস্বতী বাউরীকেও গ্রেপ্তার করা হয়। ধৃতদের শুক্রবার দুর্গাপুর আদালতে তোলা হল। অন্যদিকে নির্যাতিতা মহিলা ও তার পরিবারকে সুরক্ষা দিতে তার বাড়ির সামনে বসানো হয়েছে পুলিশ পিকেট।