eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে মৃণাল সেন জন্মশতবর্ষ উদযাপন

দুর্গাপুরে মৃণাল সেন জন্মশতবর্ষ উদযাপন

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ও লেখক মৃণাল সেনের জন্মশতবর্ষ পালিত হল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পশ্চিম বর্ধমান জেলা কমিটির উদ্যোগে। ২৭ আগস্ট ২০২৩, অপরাহ্ণে দুর্গাপুর ইস্পাত নগরীর নেতাজি ভবনে আয়োজিত উল্লিখিত অনুষ্ঠানে যথাযোগ্য ম্যর্যাদায় তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হল সংগীত, আলোচনা, চলচ্চিত্র প্রদর্শন, চিত্রশিল্পীদের তাৎক্ষণিক চিত্র অঙ্কন ইত্যাদির মাধ্যমে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ষীয়ান লেখক পার্থসারথি বসুঠাকুর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজ বিভাগের বিশিষ্ট অধ্যাপক মানস ঘোষ মনোজ্ঞ আলোচনার মাধ্যমে উপস্থিত দর্শকদের কাছে মৃণাল সেন এর জীবন, চলচ্চিত্র পরিচালনা তথা সমগ্র সৃষ্টি সম্পর্কিত বিবরণ দেন। উদ্বোধন সংগীত পরিবেশন করেন আনন্দিতা রায়। গ:লে: শি: সংঘের স্থানীয় নেতৃত্বের বেশ কিছু সংখ্যক ব্যক্তিত্ব অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করবার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন সীমান্ত তরফদার,কানাই বিশ্বাস, সুখময় ঘোষ, শ্যামল বন্দ্যোপাধ্যায়, সোমা বিশ্বাস তরফদার সহ আরো অনেকে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট মানুষদের মধ্যে ছিলেন দুর্গাপুরের প্রাক্তন মহানাগরিক রথীন রায়, প্রাক্তন দুই বিধায়ক সন্তোষ দেব রায় ও বিপ্রেন্দু চক্রবর্তী, সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, নাট্যব্যক্তিত্ব দীপক দেব, চিত্রশিল্পী অমল গরাই প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments