eaibanglai
Homeএই বাংলায়সুরঙ্গম পরিবেশিত মনোজ্ঞ "আগমনী অনুষ্ঠান"

সুরঙ্গম পরিবেশিত মনোজ্ঞ “আগমনী অনুষ্ঠান”

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ-বাঙালির সর্বশ্রেষ্ঠ সামাজিক উৎসব দুর্গাপূজা প্রায় দোরগোড়ায় এসে কড়া নাড়ছে। এর সঙ্গে সাযুজ্য রেখে শারদোৎসব উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সংখ্যাও ক্রমবর্দ্ধমান। দুর্গাপুরের “সুরঙ্গম” সাংস্কৃতিক সংস্থার উদ্যোগেও ২৩ সেপ্টেম্বর,২০২৩ সন্ধ্যায় আয়োজিত হল তেমনই একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান- “আগমনী”,নেতাজী ভবন প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নৃত্য- গীতি আলেখ্য “আনন্দধারা বহিছে ভুবনে”। সংগীতে অংশ নেন – সুমিতা রাহুত,প্রণব মুখোপাধ্যায়, বাণী চট্টোপাধ্যায়, সোমা মৈত্র, মানস মুখোপাধ্যায়, সুদীপ্তা দাস জানা প্রমুখ শিল্পী বৃন্দ। নৃত্যে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের বেশ কিছু সংখ্যক শিল্পী। অনবদ্য চণ্ডীপাঠ এ ছিলেন বিপ্লব মুখোপাধ্যায় এবং ভাষ্যপাঠ করেন শ্রাবন্তী সাহা ও কাঞ্চন মিত্র। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিলেন- বোধিচিত্ত বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব দাস,সুদীপ দাস ও অন্যান্য। অনুষ্ঠানে সংবর্দ্ধনা জ্ঞাপন করা হয়- দুর্গাপুরের মুখ্য নগর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়,বিশিষ্ট সঙ্গীতজ্ঞ বুদ্ধদেব সেনগুপ্ত, কবি অনিরুদ্ধ রায়চৌধুরী, সংগীত শিল্পী পঙ্কজ শ্রীবাস্তব, আনন্দিতা রায়, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস, সমাজসেবী রাজীব ঘোষ, মানস অধিকারী, প্রমুখ বিশিষ্ট মানুষদের। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তপেশ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের মূল পরিকল্পনা সোমা মৈত্রর। এছাড়াও আবৃত্তি ও সংগীতের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাঁকুড়া ও বর্দ্ধমান থেকে আগত অতিথি শিল্পী বৃন্দ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments