নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মনোরম একটি সংগীতমুখর সন্ধ্যা উপহার পাওয়া গেল ২ ডিসেম্বর, দুর্গাপুরের ইস্পাত নগরীর বিধান ভবন প্রেক্ষাগৃহে, নান্দনিক, সংগীত চর্চা কেন্দ্রর সৌজন্যে। শাস্ত্রীয় সংগীতাচার্য্য পন্ডিত অজয় চক্রবর্ত্তীর সুযোগ্য শিষ্য শান্তব্রত নন্দন-এর পরিচালনায় পরিবেশিত হল একক ও সম্মেলক কণ্ঠে নানা স্বাদের গান সংস্থার বিভিন্ন বয়সী শিল্পীদের নিবেদনে। এককভাবে সংগীত পরিবেশন করলেন মোট ২৭ জন শিল্পী। রাগসংগীত ছাড়াও লঘু সঙ্গীতের বিভিন্ন আঙ্গিকের গান পরিবেশিত হল। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত এবং শাস্ত্রীয় সংগীত শিল্পী গৌতম দত্ত সংস্থার কর্মসূচীর ভূয়সী প্রশংসা করলেন। শুভকামনা জানালেন প্রধান অতিথি দুর্গাপুর নগরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়ও।