eaibanglai
Homeএই বাংলায়'চার রাজ্যের সম্পদ বিক্রি করার জন্য মোদি সরকার ম্যাণ্ডেড পেয়ে গেলেন' মীনাক্ষী...

‘চার রাজ্যের সম্পদ বিক্রি করার জন্য মোদি সরকার ম্যাণ্ডেড পেয়ে গেলেন’ মীনাক্ষী মুখোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদক,বাঁকুড়াঃ– চার রাজ্যের বিধানসভা আসনের মধ্যে তিন রাজ্যে জয়ী হয়েছে বিজেপি। আর এই জয়ের ফলে নতুন করে অক্সিজেন পেল বিজেপি-এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। অন্য়দিকে বিজেপির এই জয় নিয়ে কটাক্ষের সুর শোনা গেল বাম নেত্রী তথা ডিওয়াইএফআই-র রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়ের গলায়। রবিবার সংগঠনের রাজ্যব্যাপি ইনসাফ যাত্রার ৩১ তম দিনে তালডাংরায় পৌঁছে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানার নির্বাচনী ফলাফল নিয়ে বাম যুব নেত্রী বলেন, “চার রাজ্যে নতুন করে কাজ হবেনা। চার রাজ্যের সম্পদ বিক্রি করার জন্য মোদি সরকার ম্যাণ্ডেড পেয়ে গেলেন। মানুষ ভুল করেছেন তো বলতে পারিনা, তবে অতি দ্রুত মানুষের ভুল ভাঙ্গবে।”

অন্যদিকে ‘ইনসাফ যাত্রা’ নিয়ে প্রশ্ন করা হলে মীনাক্ষী বলেন, “এরাজ্যের মানুষ প্রত্যেকটা দিন খিদের জ্বালায়, চাকরী না পাওয়ার যন্ত্রণায় ভূগছে, বিচার পাচ্ছেনা। মানুষ ইনসাফ চাইছেন, আর সেই ইনসাফ যাত্রায় মানুষ পা মেলাচ্ছেন। সকাল ন’টা থেকে দুপুর তিনটা পর্যন্ত তালডাংরার মানুষ ইনসাফ যাত্রীদের জন্য অপেক্ষা করেছেন। আর এটা শুধু ভাষণ শোনার জন্য ইনসাফের দাবিতে লড়াইয়ের জন্য।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments