নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের শংকরপুর ডিএভি মডেল স্কুলের দ্বিতীয় ক্যাম্পাসের প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শনিবার। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি আই জি সি আর পি এফ, জি এস দেবব্রত ভট্টাচার্য, সুভাষ চন্দ্র দে, জাতীয় ব্যাডমিন্টন কোচ, অবসরপ্রাপ্ত প্রধান কোচ এস এ আই, পাতিয়ালা এবং দুর্গাপুর মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মধুমিতা জাজোদিয়া। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষা তথা পশ্চিমবঙ্গ ডি এ ভি সংস্থার আঞ্চলিক নির্দেশক পাপিয়া মুখার্জি। অনুষ্ঠানে তিনি অতিথিদের স্বাগত জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষা ও ডি এ ভির আঞ্চলিক অধিকর্তা পাপিয়া মুখার্জি বলেন,”এই বিদ্যালয়ের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত । আমরা আজ প্রথম ক্রীড়া সভার আয়োজন করছি। আজ থেকে এই স্কুলের ইতিহাস শুরু হল। এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসেও আমরা বার্ষিক অনুষ্ঠানের আয়োজন শুরু করেছি। কোভিড আমাদের খুব ভাল ভাবে শিখিয়েছে যে স্বাস্থ্যের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই।” তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, “শুধু লেখাপড়ার জন্য সন্তানদের ওপর চাপ না দিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখুন। সন্তান যখন ভালো মানুষ হয়ে উঠবে, তখন সাফল্য নিজে থেকেই আসবে। আজ, ২৪টি রাজ্যে, আমাদের ইনস্টিটিউট শিশুদের সর্বাঙ্গীণ বিকাশের জন্য বৈদিক আচার-অনুষ্ঠানের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে শিক্ষা প্রদান করে।”
স্কুলের টিচার ইনচার্জ সুচরিতা চ্যাটার্জি বলেন, “স্বাস্থ্য শিশুদের জীবনের দক্ষতাকে শক্তিশালী করে। যার জীবনে স্বাস্থ্য নেই, তার জীবন বৃথা। সুখ, ঐশ্বর্য, সমৃদ্ধি আসে কেবল সুস্থ জীবনে। যে সুস্থ থাকবে সে জীবনে বিজয়ী হবে।”
সি আর পি এফ-এর ডি আই জি দেবব্রত ভট্টাচার্য মহাশয় মশাল প্রজ্জ্বলন করে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন। সেই মশাল নিয়ে খেলোয়াড়রা মাঠ পরিক্রমা করে। পাসাপাশি প্রধান অতিথিরা আকাশে বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন । এদিন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমবেত কুচকাওয়াজ, ড্রিল, ব্যায়াম ও যোগাসন পরিবেশন করে।
এদিন ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়সহ বিভিন্ন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অভিভাবকদের জন্যও একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। সবশেষে জাতীয় সংগীতের মাধ্যমে প্রতিযোগিতার শুভ সমাপ্তি ঘটে।