নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ দেশ জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৩২তম প্রয়াণ দিবস পালিত হচ্ছে। সারা দেশ তথা রাজ্যের পাশাপাশি এদিন দুর্গাপুর শিল্প শহরেও প্রয়াত প্রধানমন্ত্রীর স্মরণে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন সকালে স্থানীয় কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে দুর্গাপুর নগর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ডে রাজীব গান্ধীর মূর্তির সামনে এক মনোজ্ঞ অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হয় । অনুষ্ঠানে তাঁর মূর্তিতে মাল্যদান করেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আজ রাজীব গান্ধীর মতো মানুষের একান্ত প্রয়োজন । তিনি সন্ত্রাস বাদ রুখতে শহীদ হয়েছেন । তাই তাঁর মতো মানুষের আজ একান্তভাবে প্রয়োজন ।” এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুষার ঘোষ, রাজু ঘোষ, স্বপন মুখোপাধ্যায় ও কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।
অন্য অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল দুর্গাপুর রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে শহরের মহাত্মা গান্ধী সরনীর রোটারীতে। যেখানে রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ অর্পন করে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন ও স্মরণ করা হয়। এই স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী, প্রবীণ নেতা সুদেব রায়, তপন সিনহা, সত্য রঞ্জন মুখার্জী, ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি রবীন গাঙ্গুলী, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মেঘনা মান্না, সুমনা গুহ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্ব ও কর্মীবৃন্দ।