eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটিসেন্টারে পৌরনিগমের অভিযান

দুর্গাপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটিসেন্টারে পৌরনিগমের অভিযান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখী তেওয়ারির নেতৃত্বে সিটি সেন্টারে চলল ডেঙ্গু সচেতনতা অভিযান। এই অভিযানে রাখীদেবীর সঙ্গে ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী। এদিন ডেঙ্গু নিয়ন্ত্রণের একটি বিশেষ দল নিয়ে সিটিসেন্টারের কবিগুরু এলাকায় অভিযান চালানো হয়। সেই দলে ছিলেন স্বাস্থ্য ও পুরকর্মীরা। পুর কর্মী ও স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি রাখীদেবী নিজে বাড়ি বাড়ি ঘুরে খোঁজখবর নেন ও ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করেন। ফুলের টব সহ অনান্য জায়গায় জমে থাকা জল পরিষ্কার করার পরামর্শ দেন বাসিন্দাদের। এলাকার বিভিন্ন বাড়ি পরিদর্শন করে জমা জল পরিষ্কারের উদ্যোগ নেন পুরকর্মীরা। এছাড়া এলাকায় ছড়ানো হয় মশা মারার কীটনাশক। পাশাপাশি মাইকিং করেও এলাকাবাসীকে সচেতন করা হয়।

প্রসঙ্গত বর্ষায়র শুরুতেই সিটিসেন্টার সংলগ্ন পলাশডিহা এলাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। যদিও তৎপরতার সঙ্গে পলাশডিহা এলাকার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পৌরনিগম। এবিষয়ে এদিন রাখীদেবী বলেন, “পলাশডিহা এলাকার ডেঙ্গু পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে সেখানে আর কোনও ডেঙ্গু আক্রান্ত নেই। তবে সিটিসেন্টার এলাকায় সম্প্রতি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। এলাকার প্রায় ৩৩ জনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর মিলেছিলে। সেই কারণেই এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে অভিযান চালানো হচ্ছে। তবে বর্তমানে ১০টি অ্যাক্টিভ কেস রয়েছে। প্রত্যেকেরই হাসপাতালে চিকিৎসাধীন ও ভালো আছেন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments