eaibanglai
Homeএই বাংলায়জৈব পদ্ধতিতে লাল মাটিতে সোনা ফলিয়ে রাষ্ট্রপতি সম্মান

জৈব পদ্ধতিতে লাল মাটিতে সোনা ফলিয়ে রাষ্ট্রপতি সম্মান

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের কৃষিভিত্তিক সামাজিক সংগঠন “দলপুর শ্রীশ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রম” কে রাষ্ট্রপতি সম্মানে সম্মানিত করা হল। সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আশ্রমের সম্পাদক স্বামী মাধবানন্দ সরস্বতীর হাতে ‘উদ্ভিদ প্রজাতি সুরক্ষা গোষ্ঠী’ পুরস্কার তুলে দিয়ে সম্মান প্রদান করেন।

রাঢ় বাংলার রানী বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় থেকে মাত্র ১৫ কিলোমিটারের মধ্যেই রয়েছে এই দলপুর শ্রীশ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রম। এই আশ্রমেই জৈব পদ্ধতিতে বাঁকুড়ার লাল মাটিতে সোনা ফলাচ্ছেন আশ্রম কর্তৃপক্ষ। গত ৮ থেকে ৯ বছর ধরে নিজস্ব উদ্যোগে এবং বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের বাংলার সুগন্ধি ধান প্রকল্পের প্রযুক্তির সহায়তায় প্রায় ৬০ টি দেশী ধানের জাত, ৪২ টি ঔষধি গাছ, ৪০ টি দেশী সবজি, বিভিন্ন প্রকারের মিলেট ও গোখাদ্য ফসল সংরক্ষণ এবং গো পালন ও গোবর গ্যাস তৈরি করেছেন আশ্রম কর্তৃপক্ষ। আশ্রম প্রাঙ্গণের ৪২ থেকে ৪৫ বিঘা জায়গার মধ্যেই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চলছে বিভিন্ন চাষাবাদ। এখানে প্রচীন পদ্ধতিতে ঢেঁকিতে ধান ভাঙ্গাও হয়। বলতে গেলে দলপুর শ্রী শ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রম বর্তমানে একটি স্বয়ংক্রিয় কৃষিভিত্তিক সামাজিক সংগঠনে পরিণত হয়েছে।

অন্যদিকে দলপুর আশ্রমের এই সফলতায় খুশি আপামর জেলাবাসী। পুজোর আগেই বাঁকুড়া তথা পশ্চিমবঙ্গের মানুষের জন্য এ যেন এক উপহার। অন্যদিকে এই রাষ্ট্রীয় সম্মান পাওয়ার পর অভিভূত আশ্রমের সম্পাদক স্বামী মাধবানন্দ সরস্বতী জানান এই সম্মান আশ্রমের দায়িত্ব এবং প্রত্যাশা আরও বাড়িয়ে দিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments