eaibanglai
Homeএই বাংলায়বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি দুর্গাপুর ইস্পাত হাসপাতালে

বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি দুর্গাপুর ইস্পাত হাসপাতালে

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি। তাও আবার কিনা দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। শনিবার এমনই ঘটনার সাক্ষী থাকল দুর্গাপুর। যদিও শেষপর্যন্ত ব্লক আহ্বায়কের অনুরোধে ফের কাজ শুরু হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। ঘটনার সূত্রপাত শনিবার সকাল থেকে। ইস্পাত হাসপাতালের ঠিকাকর্মীরা আচমকায় তাদের নিজ নিজ কাজ বন্ধ করে কর্মবিরতির ডাক দিয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশন অনুযায়ী অবিলম্বে তাদের বেতন বৃদ্ধি করতে হবে। আর তাদের এই বিক্ষোভের জেরে সকাল থেকে হাসপাতালে চিকিৎসার জন্য গিয়ে চরম সংকটে পড়েন রোগী ও তাদের পরিজনেরা। হাসপাতালে কর্মবিরতির খবর পেয়ে সেখানে পৌঁছান ১ নম্বর ব্লক আহ্বায়ক রাজীব ঘোষ। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাদের বক্তব্য শোনার পাশাপাশি জানান, শনিবার দুপুরেই তাদের এই দাবিদাওয়া নিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যদের সঙ্গে ইস্পাত হাসপাতালের কর্তৃপক্ষের একটি বৈঠক হওয়ার কথা আছে। সেই বৈঠকেই তাদের দাবি-দাওয়ার কোনও না কোনও সমাধান সূত্র বেরিয়ে আসবে। আহ্বায়ক রাজীব ঘোষের আশ্বাসে ঠিকাশ্রমিকরা তাদের কর্মবিরতি তুলে নেয়। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি হাসপাতালে আচমকায় কর্মীদের এহেন কর্মবিরতিকে একেবারে সমর্থন করেননি রাজীব ঘোষ। তিনি জানান, যেভাবে হাসপাতালের পরিষেবা বন্ধ করে কর্মীরা বিক্ষোভে নেমেছিল তা কখনোই সমর্থনযোগ্য নয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments