সোমনাথ মুখার্জি, লাউদোহাঃ অবৈধ ইঁট ভাঁটার পাশাপাশি বেআইনি বলি পাচারের বিরুদ্ধেও এবার অভিযানে নামল প্রশাসন। লাউদোহা এলাকায় অবৈধ ভাবে বলি চুরির ঘটনা নতুন কিছু নয়। এখন রাজ্য জুড়েই অবৈধ বালির কারবারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। সেইমতো শুক্রবার রাতে ফরিদপুর থানার পুলিশ হানা দিয়ে চারটি বালি ভর্তি গাড়ি আটক করে। ফের শনিবার সকাল থেকে sdlro দুর্গাপুরের লাউদোহার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও তিনটি বালির গাড়ি আটক করেন। সাতটি বালি বোঝায় আটক গাড়িগুলি বাজেয়াপ্ত করা হয়েছে প্রশাসনের তরফে। পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধভাবে বলি বোঝায় গাড়িগুলি লাউদোহার মাধাইগঞ্জ এলাকা থেকে আটক করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে প্রশাসনিক তরফে এই অভিযান লাগাতার চলবে।
লাউদোহার মাধাইপুর এলাকা থেকে বালি বোঝাই ৭টি লরি আটক
RELATED ARTICLES