নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দীর্ঘ প্রায় এক বছর পর দুর্গাপুর মহকুমা আদালত থেকে পলাতক আসামী ধরা পড়ল। পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকদের তৎপরতায় মঙ্গলবার আসানসোল থেকে ধরা পড়ে ওই পলাতক আসামী। বছর খানেক আগে আরও এক আসামীর সঙ্গে দুর্গাপুর আদালত থেকে চম্পট দিয়েছিল ওই আসামী। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম শেখ নাসের আলি। অন্ডাল থানা এলাকায় একটি ডাকাতির ঘটনায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ।
প্রসঙ্গত গত বছরের ৫ জানুয়ারি বিকেলে দুর্গাপুর মহকুমা আদালত চত্বর থেকে পুলিশের হাত ফস্কে পালিয়ে যায় তৌফিক সেখ ও নাসের আলি নামে দুই আসামী। পুলিশ সূত্রে জানা গিয়েছে,অন্ডাল থানা এলাকায় ডাকাতির ঘটনায় ওই দুই আসামীকে গ্রেফতার করে ওইদিন আদালতে তোলা হয়েছিল। আদালতে পেশ করার পর সেখান থেকে সংশোধনাগারে নিয়ে যাওয়ার জন্য তাদের গাড়িতে তোলার সময় হঠাৎ করে ওই দুই আসামী পুলিশের নজর এড়িয়ে দৌড় লাগায়। তাদের মধ্যে তৌফিক শেখকে পুলিশ ধাওয়া করে ধরে ফেললেও নাসের আলি পলাতক ছিল। তখন থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে গতকাল আসানসোলের শতাব্দী পার্ক থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ক্ষেত্রে বলা যায় পুলিশের গোয়ান্দা বিভাগ বড় সড় সাফল্য পেল।