eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে একাধিক সংগঠনের উদ্যোগে গণ ভাইফোঁটার আয়োজন

দুর্গাপুরে একাধিক সংগঠনের উদ্যোগে গণ ভাইফোঁটার আয়োজন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর:- আজ ভ্রাতৃদ্বিতীয়ার দিন দুর্গাপুরে অনুষ্ঠিত হল গণ ভাইফোঁটা। একাধিক সমাজসেবী সংগঠন ও রাজনৈতিক দলের উদ্যোগে আয়োজিত হয়েছিল এই গণভাইফোঁটার অনুষ্ঠান।

এদিন দয়ানন্দ কালচারাল সোসাইটির পক্ষ থেকে একটি গণ ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে অনাথ শিশুদের ভাইফোঁটা দেয় সোসাইটির মহিলা সদস্যরা। ফোঁটা দেওয়ার পাশাপাশি তাদের মিষ্টিমুখ করিয়ে তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়। এছাড়া সোসাইটির পুরুষ সদস্যদেরও ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করান মহিলা সদস্যরা। সোসাইটি ক্লাব প্রাঙ্গণে বসেছিল এই গণ ভাইফোঁটার আসর। সোসাইটির মহিলা সদস্যরা এদিন জানান তারা বছরভর বিভিন্ন সামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকেন। করে থাকেন গণ রাখির আয়োজনও। তাই এবার অনাথ শিশুদের ভাইফোঁটা দেওয়ার সিদ্ধান্ত নেন।

অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মেঘনা মান্নার উদ‍্যোগে এদিন ভাইফোঁটা বা ভাইদুজ উৎসব পালিত হয় শহরে। “ভাই ভাই এক ঠাঁই “শীর্ষক এই উৎসবের মাধ্যমে সর্ব ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে সমন্বয় ও ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তুলতে এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। গ‍্যামন ব্রীজ মোড়ে আয়োজিত এদিনের এই অনুষ্ঠানে কংগ্রেসের মহিলা নেতৃত্ব জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী ও অন্যান্য কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষকে চন্দনের ফোঁটা দিয়ে, মিষ্টি মুখ করিয়ে ভ্রাতৃদ্বিতীয়া উৎসব পালন করেন। অভিনব এই উদ্যোগে উপস্থিত ছিলেন রবীন গাঙ্গুলী,পূরব ব‍্যানার্জ্জী,মেহজাবিন খাতুন, মুকুট কান্তি নাহা, লাল্টু তেওয়ারি সহ প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments