নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুর মহকুমার আড়া শিব তলায় একটি বেসরকারি সংস্থার গ্যাস পাইপ লাইনের কাজ চলাকালীন গ্যাস লিকেজ করে চাঞ্চল্য ছড়াল। জানা গেছে শনিবার ওই গ্যাসের পাইপ লাইন বসানোর কাজ চলিছল, সেই সময় হঠাৎ করে প্রচণ্ড আওয়াজের সঙ্গে গ্যাস লিক করতে থাকে এবং চারিদিকে গ্যাস ছড়িয়ে পড়ে। সেই সময় গ্যাসের পাইপ লাইনে কর্মরত কর্মীরাও এলাকা ছেড়ে দূরে সরে যান। দুর্ঘটনা এড়াতে আশেপাশের সমস্ত দোকান বাড়ি ঘরে আগুন নিভিয়ে দেওয়ার আবেদন করা হয়। পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশে। পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। অন্যদিকে প্রায় দশ মিনিট ধরে গ্যাস বেরোতে থাকে। এরপর কোনোক্রমে ভাল্ব বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ওই বেসরকারি গ্যাস সংস্থার কর্মীরা। এদিকে এই ঘটনার জেরে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
















