eaibanglai
Homeএই বাংলায়কন্যাশ্রী ক্লাবের সদস্যরা নিল আইনি পাঠ

কন্যাশ্রী ক্লাবের সদস্যরা নিল আইনি পাঠ

সংবাদদাতা,আসানসোলঃ– ওরা কন্যাশ্রী ক্লাবের সদস্য। স্কুল পড়ুয়া মেয়েরা কোনো সমস্যায় পড়লে ওরাই প্রথমে এগিয়ে যায়। সে নাবালিকা বিয়ে রুোখা থেকে শুরু করে মেয়েদের নানা সমস্যা ওরাই পাশে দাঁড়ায়,সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়াও ও পরামর্শ দেয়। অনেক সময় পড়ুয়ারা কোনো সমস্যায় পড়লে তাদের সঠিক আইনি পরামর্শের প্রয়োজন হয়। আর তার জন্য কন্যাশ্রী ক্লাবের সদস্যদেরও আইন সম্পর্কে সঠিক ও প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন। এই প্রয়োজনকে মাথায় রেখেই এদিন থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের কাছ থেকে আইনের পরামর্শ নিল সালানপুর ব্লকের আছড়া যজ্ঞেশ্বর ইনস্টিটিউশন এবং আছড়া রায় বলরাম গার্লস হাই স্কুলের কন্যাশ্রী ক্লাবের মেয়েরা।

এদিন সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়িতে উপস্থিত হয়েছিল কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। এবং সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার হাটি ও রূপনারায়নপুর ফাঁড়ি ইনচার্জ মইনুল হকের কাছ থেকে তারা আইনি পাঠ নেয়। একই সাথে ছাত্রী জীবনে মোবাইল ব্যবহারে সর্তকতা, অযথা প্রলোভনে পা না দেওয়া সহ নানান সচেতনতা মূলক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন পুলিশ আধিকারিকেরা। কোন অপরাধে কি সাজা,কোথায় থাকে পুলিশের ধরে আনা বন্দিরা, কোথায় থাকেন পুলিশ আধিকারিক কনস্টেবল এই সবই অত্যন্ত মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে কন্যাশ্রী ক্লাবের মেয়ের । এদিন ছাত্রীদের সাথে স্কুলের শিক্ষক ও শিক্ষিকারাও উপস্থিত হয়েছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments