নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– হিমোফিলিয়ার সোসাইটির দুর্গাপুর শাখার প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রবিবার শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানে অভিজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি হিমোফিলিয়া আক্রান্ত রোগী ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
হিমোফিলিয়া একটি বিরল জিনগঠিত ও জন্মগত রক্তে ত্রুটি। এটি সাধারণত বংশানুক্রমে পুরুষদের হয়ে থাকে এবং মহিলাদের মাধ্যমে বংশানুক্রমে বিস্তার লাভ করে। সাধারণত পুরুষরা এই রোগে আক্রান্ত হন আর মহিলারা হিমোফিলিয়ার বাহক। হিমোফিলিয়া আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে রক্তক্ষরণ দীর্ঘস্থায়ী হয় অথবা বন্ধ হয় না। সঠিক সময়ে চিকিৎসা শুরু না হলে এই রোগে আক্রান্তের জীবন বিপন্ন হতে পারে।
প্রসঙ্গত রাজ্যের জেলায় জেলায় হিমোফিলিয়ার সোসাইটি হিমোফিলিয়া রোগীদের স্বার্থে ও হিমোফিলিয়া নিয়ে সচেতনা বাড়াতে কাজ করে চলেছে। বিকলাঙ্গহীনতা ও হিমোফিলিয়া মুক্ত সমাজ গড়ে তোলাই এই সংগঠনের মূল উদ্দেশ্য।