নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘিরে ঘটা সন্ত্রাসের প্রতিবাদে ও এর জন্য রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনকে দায়ী করে শিল্প শহর দুর্গাপুরে প্রতিবাদে সরব হল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি। এদিন পশ্চিম বর্ধমান জেলা আই এন টি ইউ সির ডাকে সিটিসেন্টার চতুরঙ্গ ময়দান থেকে ডিএমসি অফিস পর্যন্ত একটি ধিক্কার ও মৌন মিছিল সংগঠিত হয়। এরপর ডিএমসি অফিসের সামনে মোমবাতির জ্বালিয়ে, ভোট সন্ত্রাসে মৃতদের আত্মার শান্তি কামনা করা হয়। পুরো কর্মসূচির নেতৃত্ব দেন পশ্চিম বর্ধমান জেলা আই এন টি ইউ সি’র সভাপতি সুভাষ সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দুস্থান স্টীল ওয়ার্কার্স ইউনিয়ন সাধারণ সম্পাদক শ্রী রজত দীক্ষিত, রাজ্য আই এন টি ইউ সির সম্পাদক বিপ্লব রঞ্জন নাগ সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
এদিন আই এন টি ইউ সি নেতৃত্ব বৃন্দ জানান, ভোটকে কেন্দ্র করে রাজ্য জুড়ে খুন,সন্ত্রাস,মৃত্যু মিছিল অব্যাহত। রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের দলদাসে পরিণত হয়েছে। যেভাবে নির্বাচনের নামে রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের সাহায্য়ে গোটা নির্বাচন পক্রিয়াকে প্রহসনে পরিণত করা হল তারই প্রতিদে এই ধিক্কার মিছিল ও ৮ জুলাই দিনটিকে কালাদিবস হিসেবে পালন করা হল।