নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শহরের খেলোয়াড়দের দীর্ঘদিনের চাহিদা পূরণে উদ্যোগ নিল দুর্গাপুর নগর নিগম। দুর্গাপুরের কল্পতরু মেলা ময়দানে নতুন গার্ডওয়াল নির্মাণের সূচনা হল বুধবার। কল্পতরু মেলা কমিটির দেওয়া ৪৪ লক্ষ ৪৫ হাজার টাকা আর্থিক অনুদানে এই গার্ডওয়াল তৈরি হবে। এদিন কল্পতরু মেলা ময়দানের নতুন গার্ডওয়াল তৈরির কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি।
বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর নিগমের প্রশাসক মন্ডলী সদস্য রাখি তিওয়ারি, ধর্মেন্দ্র যাদব,দীপষ্কর লাহা সহ গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক মুকুল লাহা সহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা।
গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক মুকুল লাহা এদিন জানান ১৯৭৫ সালের পর এই প্রথম কল্পতরু মেলা ময়দানের সংস্কারের কোনও কাজ হতে চলেছে।