নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– নিম্নচাপের বৃষ্টির ভ্রুকুটিকে উপেক্ষা করেই বৃহস্পতিবার দুপুরে শুরু হয়ে গেল দুর্গাপুরের অন্য়তম জনপ্রিয় ও বৃহদ মেলা কল্পতরু মেলার প্রস্তুতি। এদিন গ্যামন ব্রিজ ময়দানে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুভারম্ভ হল কল্পতরু মেলা ২০২৪ এর। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক কমিটির মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি, দুর্গাপুর ৩নম্বর ব্লক আইনটিইউসির সভাপতি কল্লোল ব্যানার্জি, কল্পতরু মেলা কমিটির সদস্যবৃন্দ সহ এলাকার স্থানীয় মানুষজন।
প্রতিবারের মতো এবারও ১ জানুয়ারি থেকে শুরু হবে মেলা,মেলা চলবে ১০ দিন ধরে। নতুন বছরের আগমনের সঙ্গে সঙ্গে দুর্গাপুরের মানুষজন কার্যত মেতে ওঠেন উৎসবের আনন্দে। কারণ বছরের প্রথম দিন থেকে দুর্গাপুরে শুরু হয় কল্পতরু মেলা যা দুর্গাপুরের সাংস্কৃতিক উৎসব হিসেবেও পরিচিত। দীর্ঘ কয়েক দশক ধরে এই মেলা চলে আসছে দুর্গাপুর স্টেশন সংলগ্ন কেমন ব্রিজ ময়দানে।