eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর ডিএভি মডেল স্কুলে আয়োজিত হল বিদ্যার্থী বিজ্ঞান মন্থনের রাজ্য স্তরের পরীক্ষা

দুর্গাপুর ডিএভি মডেল স্কুলে আয়োজিত হল বিদ্যার্থী বিজ্ঞান মন্থনের রাজ্য স্তরের পরীক্ষা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– গত ৩ ডিসেম্বর দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলে হয়ে গেল বিদ্যার্থী বিজ্ঞান মন্থনের রাজ্য শিবির। যেখানে রাজ্যের বিভিন্ন স্কুল থেকে ১২৩ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছিল এবং শিবির তথা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। যাদের মধ্যে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির প্রতি শ্রেণি থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারিকে অর্থাৎ মোট ১৮ জন বিজয়ীকে স্মারক, সার্টিফিকেট এবং নগদ পুরস্কার রাশি যথাক্রমে ৫০০০/- টাকা, ৩,০০০/- এবং ২০০০/- টাকা প্রদান করা হয়।

প্রসঙ্গত বিদ্যার্থী বিজ্ঞান মন্থন হল ‘বিজ্ঞান ভারতী’ (VIBHA)জাতীয় বিজ্ঞান আন্দোলনের একটি কর্মসূচি। ‘বিজ্ঞান ভারতী’ ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা, যার নেতৃত্বে রয়েছেন বিশিষ্ট বিজ্ঞানীদের অ্যাসোসিয়েশন ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম (NCSM)। বিদ্যার্থী বিজ্ঞান মন্থন কর্মসূচির উদ্দেশ্য হল নতুন প্রজন্মের পড়ুয়াদের মধ্যে থেকে বিজ্ঞান মনস্ক মস্তিস্ক বা মনকে চিহ্নিত করা তথা দেশের বর্তমান পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য একটি জাতীয় কর্মসূচি। যেখানে দেশের ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির পড়ুায়েদর নিয়ে একটি জাতীয় স্তরের প্রতিযোগিতার আয়োজন করা হয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে।

এই বছর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাতীয় স্তরের যে পরীক্ষা আয়োজিত হয়েছিল সেখানে সারা দেশের প্রায় ১,৭০,০০০ জন শিক্ষার্থী তাদের নাম নথিভুক্ত করেছিল। পরীক্ষাটি তিনটি পর্যায়ে যথাক্রমে ২৯শে অক্টোবর (পর্যায়-১), ৩০শে অক্টোবর (পর্যায়-২) এবং ৫ই নভেম্বর (পর্যায়-৩) অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ১১ ই নভেম্বর, ২০২৩ তারিখে যার ফলাফল ঘোষণা করা হয় এবং প্রতিটি রাজ্য থেকে প্রতি শ্রেণীতে থেকে সেরা ২০ জন ছাত্রকে রাজ্যস্তরের ক্যাম্প পরীক্ষা, (২০২৩ )এ অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। আমাদের রাজ্যের ২৩ টি জেলা থেকে প্রায় ১২ হাজার অংশগ্রহণকারীকে নিয়ে পশ্চিমবঙ্গ এই বছর একটি মানদণ্ড নির্ধারণ করেছে। অংশগ্রহণকারীরা কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয়, ডিএভি স্কুল, দিল্লি পাবলিক স্কুল, পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এবং অন্যান্য অনেক নামী স্বায়ত্তশাসিত সিবিএসই এবং আইসিএসই স্কুল সহ বিভিন্ন স্কুল থেকে এসেছিল। এবার পশ্চিমবঙ্গ থেকে মোট ১২৩ জন প্রতিযোগী দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলে আয়োজিত রাজ্যস্তরের ক্যাম্প পরীক্ষা ক্যম্পে অংশগ্রহনের সুযোগ পেয়েছিল।

গত ৩ ডিসেম্বর দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলে বিশিষ্টজনেদেরর উপস্থিতিতে আয়োজিত হয় ‘বিজ্ঞান ভারতী’র রাজ্যস্তরের শিবিরটি। শিবিরটি হোস্ট করেন দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলে প্রিন্সিপাল তথা আঞ্চলিক আধিকারিক, ডিএভি ইনস্টিটিউশন, পশ্চিমবঙ্গ এবং সভাপতি পাপিয়া মুখোপাধ্যায়। এদিন শিবিরে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রফেসর পরিমল আচার্জি, এনআইটি, দুর্গাপুর, ড. জিষ্ণু বসু, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স সায়েন্স এবং সভাপতি বিবেকানন্দ মিশন, শ্রী প্রবীণ রামদাস, জাতীয় সেক্রেটারি (VIBHA),ডঃ ময়ূরী দত্ত, জাতীয় সমন্বয়কারী, বিদ্যার্থী বিদ্যা মন্থন, ডঃ রাজেশ ঠাকুর, একাডেমিক কমিটির সদস্য বিদ্যার্থী বিজ্ঞান মন্থন, ডঃ সর্ব্বরী সেন , ভাইস প্রেসিডেন্ট, বিবেকানন্দ জ্ঞান ভারতী, ড. রাজেশ পি. বার্নওয়াল, প্রধান এবং বিজ্ঞানী, সিএমইআরআই, শ্রী কল্যাণ গাঙ্গুলী প্রাক্তন গভর্নিং কাউন্সিল সদস্য, বিজ্ঞান ভারতী, ড. জাজতি দেশারি নায়ক, সদস্য গভর্নিং কাউন্সিল বিজ্ঞান ভারতী, ড. রীতা ভট্টাচার্য, জাতীয় চিন্তাধারা সভাপতি শক্তি, শ্রী রাজীব কুমার, কার্যনির্বাহী কমিটির সদস্য, বিবেকানন্দ জ্ঞান মিশনের, শ্রী রতনেশ পান্ডে, বিজ্ঞানী, পরমাণু শক্তি বিভাগ এবং কোষাধ্যক্ষ বিবেকানন্দ জ্ঞান মিশনের, শ্রীমতি অনিন্দিতা হোম চৌধুরী, অধ্যক্ষ হেম শীলা মডেল স্কুল, শ্রীমতি বিজয়লক্ষ্মী কুমার সমন্বয়কারী পশ্চিমবঙ্গ (দক্ষিণ), ড. সুচরিতা চ্যাটার্জি রাজ্য সমন্বয়কারী পশ্চিমবঙ্গ, (দক্ষিণ), ড. পার্থ মাহাতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ড. সুদীপ মণ্ডল, বিভাগ, রসায়ন, বিশ্বভারতী, শান্তিনিকেতন শ্রী রাকেশ কুমার কেন্দ্রীয় দলের প্রধান সহ ডিএভি ইনস্টিটিউশন, পশ্চিমবঙ্গের প্রধানরা।

নিচে দেওয়া হল এদিনের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৮ জন বিজয়ীর নামের তালিকা

ষষ্ঠ শ্রেণী
১. অনির্বাণ ঘোষ ডিএভি পাবলিক স্কুল বাররাকপুর
২. কুশাগড়া মন্ডল গার্ডেন হাই স্কুল, কাসবা, কলকাতা
৩. প্রান্তিক সাহা সিন্ধু ভ্যালি ওয়ার্ল্ড স্কুল, অজয় ​​নগর, কলকাতা

সপ্তম শ্রেণী
৪. প্রদীপ্ত হাজরা মগনাস গ্লোবাল স্কুল, বর্ধমান – II, বর্ধমান
৫. শৌনক চক্রবর্তী টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল, চিনসুরা – মগরা, হুগলি
৬. কৌস্তভ মাইতি আগপিএন কনভেন্ট এবং ইআর, পুরুলিয়া – আই, পুরুলিয়া

অষ্টম শ্রেণী
৭. ইন্দ্রাশিস দত্ত হেম শীলা মডেল স্কুল, ফরিদপুর দুর্গাপুর, বর্ধমান
৮. অদ্রীশ ধারা মাউন্ট লিটার জি স্কুল কন্টাই, কনটাই – আই, পূর্ব মেদিনীপুর
৯. সরস্বত পাল হেম শীলা মডেল স্কুল, ফরিদপুর দুর্গাপুর, বর্ধমান

নবম শ্রেণী
১০. নীলাঞ্জন সিংহবাবু এমডিবি ডিএভি পাবলিক স্কুল বাঁকুড়া, বাঁকুড়া – আমি, বাঁকুড়া
১১. সোহাম দে এমডিবি ডিএভি পাবলিক স্কুল বাঁকুড়া, বাঁকুড়া – আমি, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ
১২. স্বাধপ্রিয় মুখোপাধ্যায় এমডিবি ডিএভি পাবলিক স্কুল বাঁকুড়া, বাঁকুড়া – আমি, বাঁকুড়া

দশম শ্রেণী
১৩. সোমদত্ত মণ্ডল সাউথ পয়েন্ট হাই স্কুল, বালিগঞ্জ, কলকাতা, পশ্চিমবঙ্গ
১৩. সংহিত মাইতি দাভ মডেল স্কুল আইআইটি কেজিপি, খড়গপুর – আই, পশ্চিম মেদিনীপুর
১৫. উমঙ্গ ভূত দাভ মডেল স্কুল দুর্গাপুর, ফরিদপুর দুর্গাপুর, বর্ধমান

একাদশ
১৬. রাজদীপ দাস সতীশ চন্দ্র মেমোরিয়াল স্কুল, চাকদহ, নদীয়া, পশ্চিমবঙ্গ
১৭. অনুরাগ মন্ডল এমডিবি ডিএভি পাবলিক স্কুল বাঁকুড়া, বাঁকুড়া – আমি, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ
১৮. সায়ক মৌলিক কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল, কল্যাণী, নদীয়া, পশ্চিমবঙ্গ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments