নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- মঙ্গলবার দুর্গাপুরের অন্যতম জনপ্রিয় ও বৃহত্তম মেলার নতুন কমিটি ঘোষণা করা হল। ঘোষণা করলেন দুর্গাপুরের পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। পুর নিগমে এক সাংবাদিক বৈঠক করে এই কমিটির ঘোষণা করেন তিনি। বৈঠকে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের দুই নেতৃত্ব অভিজিৎ ঘটক ও দীপঙ্কর লাহা।
নতুন কমিটির শীর্ষ দায়িত্বে রয়েছেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়ার কমিটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ভিজিৎ ঘটক, দীপঙ্কর লাহা, কবি দত্ত, বিপ্লব বসু ঠাকুর সহ আরো অনেকে।
অনিন্দিতা মুখোপাধ্যায় এদিন জানান প্রতিবছরের মতো এবারও জাঁকজমক পূর্ণভাবে মেলা হবে। তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। অন্যদিকে অভিজিৎ ঘটক জানান যেহেতু ডিপিএল এলাকায় এই মেলা হয়, তাই ওই এলাকার কর্মীসহ অন্যান্য বিগত দিনের দায়িত্বপ্রাপ্ত কমিটির বেশ কয়েকজনকে নিয়ে আরো একটি সাব কমিটি গঠিত হবে মেলার পরিচালনা করার জন্য। এবং মেলায় স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভিন্ন স্টলের দাম নির্ধারণে ব্রসিওর প্রকাশ করা হবে। এবং সমস্ত পেমেন্ট চেক এবং অনলাইনে করা হবে। অন্যদিকে এবছর মেলার কোষাধক্ষ্য দীপঙ্কর লাহা জানান, বিগত দিনে যেভাবে মেলা হয়েছে তার থেকেও আরো ভালো মেলা করার লক্ষ্য রয়েছে এ বছরে।
প্রসঙ্গত কিছুদিন ধরেই শহরে গুঞ্জন চলছিল কল্পতরু মেলার কমিটি বদল হবে বলে। শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এদিন মেলার নতুন কমিটি ঘোষণা হল।