eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে তৃণমূলের উদ্যোগে ফুটবল ও জার্সি বিতরণ

দুর্গাপুরে তৃণমূলের উদ্যোগে ফুটবল ও জার্সি বিতরণ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- একুশের বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগানকে হাতিয়ার করে নির্বাচনী রণক্ষেত্রে নেমেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং নির্বাচনে নিজেদের সব রেকর্ড ভেঙে বিপুল জয় লাভ করে তৃতীয়বার ক্ষমতায় আসে তারা। এরপরই বিধানসভায় দাড়িয়ে ‘খেলা হবে দিবসে’র ঘোষণা করেছিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের। এরপর থেকেই প্রতিবছর ১৬ই আগস্ট দিনটি ‘খেলা হবে দিবস’ হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস। এবার ‘খেলা হবে দিবসে’র মূল অনুষ্ঠানটি হয় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে ক্রীড়া দফতরের রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি-সহ বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা অংশ নেন এদিনের অনুষ্ঠানে।

এছাড়া রাজ্য জুড়ে জেলায় জেলায় অনুষ্ঠিত হয় ‘খেলা হবে দিবস’। দুর্গাপুরে দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফুটবল ও জার্সি বিতরণ করে পালন করা হয় এই বিশেষ দিনটি। এদিন দলীয় কার্যালয় থেকে এলাকার ছটি টিমকে ছটি ফুটবল ও মোট ৭৮ টা জার্সি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিল গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ ও প্রধান উপপ্রধান সহ বিশিষ্টজনেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments