eaibanglai
Homeএই বাংলায়"দুর্গাপুর শ্রুতিরঙ্গম" এর ১৮ বছর উদযাপন

“দুর্গাপুর শ্রুতিরঙ্গম” এর ১৮ বছর উদযাপন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- স্বাধীনতা দিবসের বিকেল থেকে শুরু হওয়া আকর্ষণীয় আবৃত্তি, শ্রুটিনাটক, সংগীত ইত্যাদির অনুষ্ঠানে প্রায় পাঁচ ঘন্টারও বেশি ভরপুর হয়ে থাকলেন দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে উপস্থিত প্রচুর সংখ্যক দর্শক, সৌজন্যে ‘দুর্গাপুর শ্রুতিরঙ্গম’ সংস্থা। বিশিষ্ট বাচিক শিল্পী কাকলি রায়ের সুনিপুণ পরিকল্পনা ও পরিচালনায় উল্লিখিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে অধিকাংশই ছিলেন শিশু ও কিশোর বয়সী। উপস্থিত ছিলেন এবং সংবর্দ্ধিত হলেন রাজ্যের সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার,সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, প্রণব মুখোপাধ্যায়, আবৃত্তিকার গৌতম চক্রবর্তী, রাম রঞ্জন ঘোষাল, কাকলি দাশগুপ্ত চক্রবর্তী, দেবদাস সেন, কবি অনিরুদ্ধ রায় চৌধুরী সহ শিল্প ও সংস্কৃতি মহলের বেশ কিছু সংখ্যক বিশিষ্টজনেরা। ‘দুর্গাপুর শ্রুতিরঙ্গম’-এর ১৮ বর্ষপূর্তি উপলক্ষ্যে উল্লিখিত অনুষ্ঠান আয়োজিত হয়েছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments