দুর্গাপুর,সন্তোষ কুমার মণ্ডলঃ- প্রতিবছরই অভিনব থিমের চমকে শহরবাসীর মন জয় করেন দুর্গাপুরের সিটি সেন্টারের ঊর্বশী সর্বজনীন দুর্গাপুজো কমিটি । এবারও তার ব্যতিক্রম হবে না। এবার তাদের থিম ” এক টুকরো রাজস্থান “। এই থিমেই সেজে উঠতে চলছে শহরের প্রাণকেন্দ্রের এই পুজো মণ্ডপ। রবিবার শুরু হয়ে গেল তারই প্রস্তুতি পর্ব খুঁটি পুজোর মাধ্যমে। উদ্যোক্তা ও এলাকার বাসিন্দাদের পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি হয়ে খুঁটি পুজোর সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান কবি দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন শিল্পাঞ্চলের বিশিষ্টজনেরা।
এবছর ২১ তম বর্ষে পদার্পণ করল ঊর্বশী সর্বজনীন দুর্গাপুজো কমিটির দুর্গোৎসব। এদিন উদ্যোক্তারা জানান এবার তাদের পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হবে সুদূর রাজস্থানের একটুকরো ছবি। যেখানে রাজস্থানের মানুষের জীবন জীবিকা, সেখানকার ঐতিহ্য, সংস্কৃতি সবই ফুটিয়ে তোলা হবে। দুর্গাপুরের বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম ঊর্বশী সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবার পুজোর বাজেট প্রায় ৩৫ লক্ষ টাকা।