eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে মেক আপ ফেস্টিভ্যাল

দুর্গাপুরে মেক আপ ফেস্টিভ্যাল

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– চয়েস ফাউন্ডেশনের উদ্যোগে শিল্পশহর দুর্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে দুদিন ব্যাপী মেক আপ উৎসব ফেস্টিভ্যাল। রবিবার শহরের এক বেসরকারি হোটেলে এই মেক আপ ফেস্টিভ্যালের উদ্বোধন করেন দুর্গাপুর ইসকনের মহারাজ ও দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেওয়ারি। উদ্যোক্তাদের দাবি বর্তমানে কি ধরণের মেক আপের চল রয়েছে বা মেক আপের আপগ্রেডেশনের বিষয়ে সচেতন করতেই এই ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত দুর্গাপুরের মেক আপ আর্টিস্ট, মডেল ও ফটোগ্রাফাদের সাহায্যেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। যেখানে দুর্গাপুরের পাশাপাশি পাশ্ববর্তী জেলা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এমনকি পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকেও মেকআপ আর্টিস্ট ও মেক আপ শিখতে আগ্রহীরা এই উৎসবে যোগ দিয়েছেন। উদ্যোক্তাদের মতে বিভিন্ন জেলা ও রাজ্য থেকে এখনও পর্যন্ত ১৭৫ জন এই মেক আপ ফেস্টিভ্যালে অংশগ্রহন করেছেন। মেক আপ শৈলি শেখার পাশাপাশি এই উৎসব থেকে মেক আপের বিভিন্ন সামগ্রী অত্যন্ত কম মূল্যে অংশগ্রহনকারীরা ক্রয় করার সুযোগ পাবেন। রবি ও সোম দুদিন ধরে চলছে এই মেক আপ উৎসব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments