সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– আসানসোলে তৃণমূল আশ্রিত জমি মাফিয়াদের দৌরাত্ম্যের অভিযোগ, প্রতিবাদে নাগরিক মোর্চা গড়ে সোচ্চার হলেন সাধারণ মানুষ। রবিবার পুরনিগমের ৫৭ নম্বর ওয়ার্ডে জমি মাফিয়াদের দৌরাত্ম্যে অতিষ্ঠ স্থানীয় জমি মালিকেরা ফতেপুর অঞ্চলে স্থানীয় কাউন্সিলারের উপস্থিতিতে এক বৈঠকের আয়োজন করেন। যেখানে জমি মালিকেরা অভিযোগ জানান, জমি বিক্রি বা বাড়ি তৈরি করতে গেলেই তৃণমূল আশ্রিত জমি মাফিয়ারা এসে বাধা দিচ্ছেন। পাশাপাশি নিজের জমিতে সীমানা প্রাচীর সহ কোনো নির্মাণ কাজ করতে গেলেই তাদের ধেমোমেন অঞ্চলে থাকা তৃণমূল কাউন্সিলার তথা বোরো চেয়ারম্যান সঞ্জয় নোনিয়ার কার্যালয়ে গিয়ে দেখা করতে বলা হচ্ছে। আর সেখানে দেখা করলে নিজেদের ইচ্ছে মত জমির দাম নির্ধারণ করে তাদের পছন্দমত লোকদের জমি বিক্রি করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। শুধু তাই নয়, কেউ বাড়ি করতে চাইলে তার জন্য প্রয়োজনীয় বালি সিমেন্ট পাথর লোহা ইঁট ওই ব্যক্তি তথা সিণ্ডিকেটের কাছ থেকে কেনার জন্যও চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি তাদের কথার অবাধ্য হলে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তারা বাধ্য হয়েই নাগরিক মোর্চা তথা স্থানীয়দের নিয়ে এক কমিটি গড়ে তুলতে এই বৈঠকের আয়োজন করেছেন বলে জানান। একইসাথে পুরনিগমের পরিষেবা অর্থাৎ পানীয় জল, নিকাশি ব্যবস্থা ও পথবাতির কোনো সুবিধা মিলছে না বলেও এদিন অভিযোগ করেন তারা।
অন্যদিকে এদিনের বৈঠকে উপস্থিত স্থানীয় কাউনসিলার বলেন, “স্থানীয়দের আহ্বানে এই মঞ্চে তিনি উপস্থিত হয়েছেন। স্থানীয়দের উপস্থিতিতে জমি মাফিয়াদের রাশ টানতে একটি কমিটি গঠন করা হচ্ছে।” পাশাপাশি এলাকায় নাগরিক পরিষেবা দিতেও তিনি সচেষ্ট হবে বলে জানান।