নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে চিহ্নিত। আমার ভাইয়ের রক্তে রাঙ্গা একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। এই উপলক্ষে শিল্পাঞ্চলের একাধিক জায়গায় বিভিন্ন রকমের সামাজিক ও ধার্মিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে অবস্থিত হোটেল লাক্সারে এক দমবন্ধ অবস্থা থেকে মুক্তি পাওয়ার খোঁজে দুর্গাপুর শিল্পাঞ্চলের বেশ কয়েকজন বরিষ্ঠ সাংবাদিক একত্রিত হয়ে। এদিন দুর্গাপুর মিডিয়া ক্লাব নামক এক সংগঠনের আত্মপ্রকাশ করে। দুর্গাপুরে কর্মরত সকল সংবাদ কর্মীদের জন্য এই সংগঠনের জন্ম বলে জানিয়েছেন এই সংস্থার সভাপতি মদন সিং। রাজনৈতিক, প্রশাসনিক, ধার্মিক কেন্দ্র বিন্দু থেকে যেভাবে একটা দম বন্ধ করা সামাজিক পরিবেশ তৈরি হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হতেই এই সংগঠনের আত্মপ্রকাশ। নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্যই এই সংগঠন বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিন এক ঘরোয়া পরিবেশে সংস্থার লোগোও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী কল্লোল ঘোষ সহ শিল্পাঞ্চলের বিশিষ্ট সিনিয়ার কনসালটেন্ট গৌতম মুখোপাধ্যায়। দুর্গাপুর মিডিয়া ক্লাবের এক বলিষ্ঠ সাংবাদিক রানা মুখার্জী জানান, “দীর্ঘ ৪০ বছরের সাংবাদিক জীবনে দুর্গাপুর শিল্পাঞ্চল ও তার আশেপাশের চেনা মানুষগুলো হঠাৎ যেন কেমন বদলে যেতে শুরু করেছে। শিল্পাঞ্চলে কর্মরত সংবাদকর্মীরা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন। শিল্পাঞ্চলের সকল সংবাদ কর্মীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার উদ্দেশ্যেই আবার এই শেষ বয়সে এক ছাতার তলায় উপস্থিত হলাম আমরা সবাই। দুর্গাপুরের সাংবাদিকরা বহু আন্দোলনের সাক্ষী হয়েছেন তাদের কর্মজীবনে এবার নিজেদের স্বার্থে আন্দোলন করে পথ চলা শুরু হলো আজ থেকে। একরাশ আশা ও আগামী প্রজন্মের হাতে দুর্গাপুরের সাংবাদিকতার ইতিহাস তুলে ধরাটাই আমাদের এখন মূল কাজ।” এদিনের এই সভা থেকে পথ চলা শুরু করলো দুর্গাপুর মিডিয়া ক্লাব ও আগামী দিনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আলোচনা চক্রের মাধ্যমে এই সংগঠনের কাজকর্ম বিস্তার লাভ করবে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।