নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শুক্রবার দুর্গাপুরে ছট পুজো উপলক্ষ্যে নগর নিগমের পক্ষ থেকে মেডিক্যাল কিট তুলে দেয়া হলো ছট পূজো কমিটি গুলির হাতে। এই কিট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, ভাইস চেয়ারপার্সন অমিতাভ বন্দ্যোপাধ্যায় সহ দুর্গাপুর নগর নিগমের অন্যান্য আধিকারিকেরা।
যদি কোনো দুর্ঘটনা ঘটে প্রাথমিক ফাস্ট এড বক্সের মাধ্যমে দ্রুত যাতে চিকিৎসা করানো যায় তারই উদ্দেশ্যে এই মেডিকেল কিট বিতরণ বলে জানান দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্যা রাখি তিওয়ারি। এছাড়াও যেহেতু এই সময় ঘাটগুলিতে প্রচুর জনসমাগম হয় তাই কোনো দুর্ঘটনা বা কেউ অসুস্থ হয়ে পড়ে, দ্রুত তাকে চিকিৎসার ব্যবস্থার জন্য দুটি অ্যাম্বুল্যান্সেরও ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানান তিনি।
অন্যদিকে দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর আরেক সদস্য ধর্মেন্দ্র যাদব জানান, দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে দুর্গাপুরের বিভিন্ন পুকুরগুলি ও দামোদরের ঘাট গুলিকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করার কাজ চলছে। যাতে করে ছট পুজোতে সুন্দর ও স্বচ্ছ ভাবে শ্রদ্ধালুরা পুজো দিতে পারেন।