নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- এবছর ফের শুরু হল ‘তানিস্ক মিস সাউথ বেঙ্গল ২০২২’ প্রতিযোগীতা। আগামী ৬ নভেম্বর দুর্গাপুরের সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে এই সৌন্দর্য প্রতিযোগীতার চূড়ান্ত পর্ব। ইতিমধ্যে শেষে হয়েছে প্রাথমিক বাছাই পর্ব। আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া থেকে আগত ৩৬ জন অংশগ্রহণকারীর মধ্যে ১৬ জনকে চূড়ান্ত পর্বের জন্য বেছে নেওয়া হয়। দুর্গাপুরের সিটিসেন্টারে একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয় প্রতিযোগীতার প্রথম রাউন্ডটি।
প্রসঙ্গত দুর্গাপুরের এক্সোটিকা গ্রুপ সংস্থা ২০১৩ সাল থেকে ‘মিস সাউথ বেঙ্গল’ প্রতিযোগীতার আয়োজন করে আসছে। এবছর প্রতিযোগীতার নবম বর্ষ। এবছর এই প্রতিযোগীতার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে ‘এমপি থ্রি ইভেন্ট অ্যান্ড প্রমোশন’ এবং এডুকেশন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ‘ওয়ান্ডার কোচিং’। যুক্ত হয়েছে বিশেষ শাড়ির ব্র্যান্ড ‘দেবী শাড়ি’। যারা প্রতিযোগীদের তাঁদের সুন্দর সুন্দর শাড়িতে সাজিয়ে তুলছেন।
এখন এই বছরের ‘তানিস্ক মিস সাউথ বেঙ্গল’-এর মকুট কার মাথায় ওঠে, সেদিকেই তাকিয়ে শহরবাসী।