নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- পথ কুকুরদের আক্রমণে গুরুতর জখম হল এক পূর্ণ বয়স্ক হনুমান। পরে স্থানীয়দের সহায়তায় বনকর্মীরা জখম ওই হনুমানটিকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শহরের মেন গেট সংলগ্ন ওল্ড কোর্ট মোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে এলাকায় ঘোরাঘুড়ি করার সময় হঠাৎই ৫-৬টি পথ কুকুর ওই হনুমানটিকে আক্রমণ করে। কুকুরের কামড়ে হুনুমানটির শরীরের একাধিক জায়গায় ক্ষতের সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসতে স্থানীয়রাই পথ কুকুরগুলিকে হটিয়ে হনুমানটিকে উদ্ধার করেন এবং শহরের পশুপ্রেমী হিসেবে পরিচিত নীলাঞ্জন পোদ্দারকে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান নীলাঞ্জনবাবু ও জখম হনুমানটির প্রাথমিক শুশ্রুষার ব্যবস্থা করেন। পাশাপাশি খবর দেন বন দপ্তরে। পরে বন দপ্তরের কর্মীরা জখম হনুমানটিকে উদ্ধার করে নিয়ে যান।
দুর্গাপুর বনদপ্তরের বন আধিকারিক চিরঞ্জিৎ সাহার কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান পশু চিকিৎসক জখম হনুমানটির প্রাথমিক চিকিৎসা করেছেন। আপাতত হনুমানটিকে বনদপ্তরের মুচিপাড়া শাখায় রাখা হয়েছে। হনুমানটি সুস্থ হলে তাকে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে স্থানীয় কোনও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বা বর্ধমানের জুতে পাঠিয়ে দেওয়া হবে।
অন্যদিকে পথ কুকুর ও হনুমান বা বাঁদরের এই ধরণের সংঘাতের ঘটনা স্বাভাবিক বলেই দাবি করেছেন বন আধিকারিক চিরঞ্জিৎ সাহা। তিনি জানান এই ধরণের ঘটনা আগেও বহুবার ঘটেছে। বন্য প্রাণীরা লোকালয়ে চলে এলে অনেক সময় এলাকার কুকুরদের আক্রমনের শিকার হতে হয় তাদের। যদিও লোকালয়ে হনুমান – বাঁদর সহ বন্য় প্রাণীদের চলে আসা নিয়ে প্রশ্ন তুলেছেন পশুপ্রেমী নীলাঞ্জনবাবু। তার দাবি নগরায়নের নামে অবাধে চলছে বৃক্ষনিধন। ফলে বিপন্ন হয়ে পড়েছে শহর সংলগ্ন জঙ্গলের বন্য প্রাণীরা। যার জেরে প্রায়ই এরা খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ছে এবং বিপদের সম্মুখীন হচ্ছে।