eaibanglai
Homeএই বাংলায়জগন্নাথ লীলায় বিনা ব্যায়ে পুরীধাম ভ্রমণ করেন এক ভক্ত!

জগন্নাথ লীলায় বিনা ব্যায়ে পুরীধাম ভ্রমণ করেন এক ভক্ত!

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- জগতের নাথ জগন্নাথ সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন, তিনি তার এক ভক্তকে বিনা ব্যয়ে পুরীধাম ভ্রমণ করিয়ে এনেছেন, হ্যাঁ বন্ধুরা আজ এক সত্য ঘটনা আপনাদের বলবো, যেখানে ভক্তের ভক্তি আছে অলৌকিকতা আছে আবার সত্যও আছে।

রাজাপুরে জৈমিনী ঘোষ নামের এক জগন্নাথ ভক্ত ছিলেন যিনি আসলে খুবই দরিদ্র ছিলেন, জগন্নাথের কৃপায় তিনি যা কিছু অর্থ পেতেন তা দিয়ে তিনি প্রভু জগন্নাথদেবের সেবা চালিয়ে যেতেন। একবার রথযাত্রা মহোৎসবের সময় জৈমিনী ঘোষের খুব ইচ্ছা হলো পুরী-ধামে রথযাত্রার মহোৎসবে যেতে, কিন্ত কীভাবে পুরী ভ্রমণের ব্যয়ভার বহন করবেন তিনি? এই চিন্তা করতে করতে জৈমিনী ঘোষ মন্দিরের বাইরে ঘুমিয়ে পড়লেন। এরপর যখন তার ঘুম ভাঙলো তখন তিনি খুব আশ্চর্য হয়ে দেখলেন যে তিনি পুরী ধামে রয়েছেন আর সেখানে তখন রথযাত্রা উৎসব চলছে।

ভক্ত সমাগমে ভরপুর পুরীধাম, আনন্দমুখর সেই অনুষ্ঠানের মধ্যে ভক্ত জৈমিনী বেশ কয়েকদিন আনন্দ করে রথযাত্রা কাটালেন, এরপর তার পিতামাতার কথা ভেবে খুবই চিন্তা হতে শুরু করলো, তারা তার খোঁজ-খবর কিছু্ই জানেন না, নিশ্চয়ই তারা অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে আছেন- এই ভেবে তিনি গৃহে ফিরে আসতে মনস্থ করেন তখন তার মনে পড়ে তার কাছে তো একেবারেই টাকা পয়সা নেই, যাতে যানবাহনের ভাড়া দেওয়া যায়। জৈমিনী তখন পান্ডাদের কাছে গিয়ে তার পরিস্থিতি তাদেরকে বললে পান্ডারা তাকে বললেন, “প্রভু জগন্নাথ যদি তোমাকে এখানে এনে থাকেন তাহলে প্রভুর কাছে গিয়ে তাকে জানাও তিনি যেন তোমাকে ফিরিয়ে নিয়ে যান।” জৈমিনী পান্ডাদের কথা অনুযায়ী কাজ করলেন, এবং যখন তিনি পরদিন সকালে জেগে উঠলেন তখন তিনি দেখলেন যে তিনি রাজাপুরে ফিরে এসেছেন। সত্য ঘটনা অবলম্বনে এই অদ্ভুত লীলা কাহিনী আমাদেরকে শিক্ষা দেয় জগন্নাথ প্রভু জগতের নাথ, তিনি পারেন না এমন কোন কাজ নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments