eaibanglai
Homeএই বাংলায়রবীন্দ্র গানের ঝর্ণাধারায় ভাসলো দুর্গাপুরের 'মোহর মঞ্চ'

রবীন্দ্র গানের ঝর্ণাধারায় ভাসলো দুর্গাপুরের ‘মোহর মঞ্চ’

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর কল্পতরু মেলা ও সাংস্কৃতিক উৎসব মহাসমারহে শুরু হয়ে গেল ১লা জানুয়ারী থেকে। ২রা জানুয়ারী গ্যামন ব্রীজ ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন নবনির্মিত ‘মোহর মঞ্চ’ এ রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের মধ্য দিয়ে আরম্ভ হল সাংস্কৃতিক মেলা। রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় পরিচিত ছিলেন ‘মোহর’ নামে। ‘মোহরমঞ্চ’ তৈরি হয়েছে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে। মূলত,দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়ের আন্তরিক চেষ্টা ও সদিচ্ছায় উল্লিখিত স্থায়ী মঞ্চটি নির্মিত হয়েছে। সেই সন্ধ্যার অনুষ্ঠানের নামকরণ করা হয়েছিল ‘মোহরাঞ্জলি’। ‘দুর্গাপুর রম্যবীণা’ র শিল্পীদের পরিবেশিত সম্মেলক সংগীতের(পরি: বুদ্ধদেব সেনগুপ্ত) মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এককভাবে পরিবেশিত গানের শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য নিবেদন ছিল- ঋতুকণা ভৌমিক, সৌমী বন্দোপাধ্যায়, আত্রেয়ী ঘোষ, শ্রাবয়িতা দে, অর্ণশ্রী চক্রবর্ত্তী,অশেষ মিত্র, বাণী চট্টোপাধ্যায়, সুদীপ্তা দাস জানা, উত্তম লাহা, পর্ণা মুখোপাধ্যায় প্রমুখের। এককভাবে মোট ১৫ জন শিল্পী সংগীত পরিবেশন করেন। এছাড়া, অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল ‘স্বরবাক’ সংস্থা নিবেদিত আবৃত্তি (পরি: বিপ্লব মুখোপাধ্যায়), ‘আরাধনা ড্যান্স গ্রুপ'(পরি: অম্বিকা ভান্ডারী) ও ‘নৃত্যালয়’ সংস্থা (পরি: চঞ্চল মাইতি) পরিবেশিত নৃত্যানুষ্ঠান। সঞ্চালনায় ছিলেন- বরুণ রায় ও রুপা মুখোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানের সর্বাঙ্গ সুন্দর ব্যবস্থাপনার জন্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, কবি অনিরুদ্ধ রায় চৌধুরী, বাচিক শিল্পী সুচিরা সরকার, যন্ত্র সঙ্গীত শিল্পী বুদ্ধদেব দাস ও অন্যান্য এবং গ্যামন ব্রীজ ফ্রেন্ডস ক্লাবের কর্মকর্তা ও সদস্য বৃন্দ অবশ্যই প্রশংসিত হয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments