eaibanglai
Homeএই বাংলায়সান্ধ্যকালীন ভ্রমণে বেরিয়ে পথ দুর্ঘটার শিকার প্রৌঢ়, বিক্ষোভ

সান্ধ্যকালীন ভ্রমণে বেরিয়ে পথ দুর্ঘটার শিকার প্রৌঢ়, বিক্ষোভ

সংবাদদাতা,বাঁকুড়াঃ- সান্ধ্যকালীন ভ্রমণে বেরিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা ব্লকের শিমূলবেড়িয়াতে । মৃত ব্যক্তির নাম কালীপদ মণ্ডল, বয়স ৬৫ বছর। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে প্রতিবাদে সরব হন স্থানীয়রা।

জানা গেছে গতকাল বিকেলে হাঁটতে বেরিয়েছিলেন প্রৌঢ় কালীপদবাবু। অভিযোগ সেই সময় অত্যন্ত দ্রুত গতিতে থাকা একটি বেপরোয়া চারচাকা গাড়ি তাঁকে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর জখম হন ওই বৃদ্ধ। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানেই কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় বৃদ্ধের। অন্যদিকে দুর্ঘটনার পরই এলাকা ছেড়ে চম্পট দেয় গাড়ির চালক।

এদিকে বৃদ্ধের মৃত্যুর খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। মৃতের পরিবারের ক্ষতিপূরণ ও ঘাতক গাড়ির চালকের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ছাতনা থানার পুলিশ আধিকারিক ও ছাতনা তৃণমূল শ্রমিক ইউনিয়নের ব্লক সভাপতি শ্রীকান্ত মুখার্জি। পুলিশ গিয়ে রাস্তার মাঝখান থেকে ঘাতক গাড়িটিকে সরিয়ে দিলে ক্ষোভ আরও বেড়ে যায়। এলাকাবাসী আবারও গাড়িটি রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি নিয়েন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় ছাতনা থানার বিশাল পুলিশ বাহিনী। অবশেষে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments