eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে নজরুল স্মরণ সন্ধ্যা

দুর্গাপুরে নজরুল স্মরণ সন্ধ্যা

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- বিদ্রোহী কবি কবি নজরুল ইসলামে ৪৬তম প্রয়াণ দিবস ছিল ২৭ অগস্ট। ওই দিনই বাংলাদেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেঠিলেন কবি। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। আজীবন সংগ্রাম করে গেছেন শোষিত-বঞ্চিত মানুষের মুক্তির জন্য। কবির মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে স্মরণ করে সাংস্কৃতিক সংগঠনগুলি। তারই মধ্যে অন্যতম অমর ভারতী কলাকেন্দ্র। সম্প্রতি দুর্গাপুর শিল্পাঞ্চলের সিটিসেন্টারের নন কম্পানি রিক্রিযেশন কক্ষে অনুষ্ঠিত হল অমর ভারতী কলাকেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয় নজরুল স্মরণ সন্ধ্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহরের মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায়।

অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করে সকলের মন জয় করে নেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সোমনাথ বন্দোপাধ্যায়। যন্ত্রণানুসঙ্গে ছিলেন তরুণ সূত্রধর,সুদীপ দে,এবং শুভাশীষ ঘোষ দস্তিদার। পুরো অনুষ্ঠাননি সুন্দভাবে সঞ্চালনা করে সকলের প্রশংসা কেড়ে নেন কাকলি দাশগুপ্তা ও নন্দিতা চক্রবর্তী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments